প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৫:২২:৪১
ঢাকা কলেজের ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে গণভোটের আয়োজন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় ঢাকা কলেজের শহীদ আবু সাঈদ চত্বরের সামনে এ ভোট গ্রহণ শুরু হয়। এতে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছেন শিক্ষার্থীরা।
নেতাকর্মীরা জানান, শিক্ষার্থীরা এ আয়োজনকে পজিটিভলি নিচ্ছে। তাদের থেকে আমরা ভালো সাড়া পাওয়া যাচ্ছে। ইতোমধ্যেই এই দাবির সাথে একত্বতা পোষণ করে ১০০ জনের বেশি শিক্ষার্থী ভোট দিয়েছে বলে জানান তারা। তাদের এই ভোট গ্রহণ আগামী ২ সপ্তাহ চলবে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা কলেজ শাখার সভাপতি নাহিয়ান রেহমান রাহাত বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী মানুষের প্রত্যাশা গণতান্ত্রিক রাষ্ট্র। সে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি অংশ হলো ছাত্রসংসদ নির্বাচন।
গত ১৭ বছর ছাত্রলীগ চাঁদাবাজি ও টেন্ডারবাজীর মাধ্যমে ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসী কার্যক্রমের অভয়ারণ্যে পরিণত করেছিল। সাধারণ শিক্ষার্থীদের এই পরিবেশ থেকে মুক্তির আকাঙ্ক্ষা ছিল। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের একমাত্র উপায় ছাত্রসংসদ নির্বাচন।
ছাত্রসংসদ নিয়ে শাসকগোষ্ঠীর অবস্থানের বিষয়ে রাহাত বলেন, শাসকগোষ্ঠী ছাত্র সংসদ নির্বাচনের পথে হাটে না। তাদের কাছে ছাত্র সংসদ একটি আতঙ্কের নাম। কারণ তাদের যে দখলদারিতে রাজনীতি ছাত্র সংসদের মাধ্যমে সে রাজনীতির বিলুপ্তি ঘটে। এ কারণেই বড় বড় দলগুলো নির্বাচন চায় না।
ছাত্রসংসদ নির্বাচন নিয়ে মন্ত্রণালয় এবং কলেজ প্রশাসনের দায়িত্বের বিষয়ে তিনি আরও বলেন, ৩২ বছর ধরে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধির মতামত ছাড়া ক্যাম্পাস পরিচালিত হচ্ছে। এটাকে আমরা মনে করি অগণতান্ত্রিক ভাবে ঢাকা কলেজ চলছে। সন্ত্রাস এবং দখলদারিত্বের হাতিয়ারই হতে পারে ছাত্র সংসদ নির্বাচন।
ঢাকা কলেজ সহ দেশের সকল প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন সম্ভব। মন্ত্রণালয় চাইলেই সবগুলো ক্যাম্পাসে একসাথে নির্বাচন দিতে পারে। এখানে শুধু সদিচ্ছাটা দরকার। আমাদের এই দাবির সাথে কলেজ প্রশাসনের শুধু মুখে একাত্মতা দেখা যাচ্ছে। কিন্তু তাদের কার্যক্রমের সাথে সেই একত্বতার মিল পাওয়া যাচ্ছে না।
প্রজন্মনিউজ২৪
সাভারের ভাকুর্তায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদাণ
ফের জামায়াত আমির নির্বাচিত হলেন শফিকুর রহমান
বড় দলের ‘দয়া’ নিয়ে মাঠে নামা প্রার্থীদের সতর্ক করে যা বললেন পিনাকী ভট্টাচার্য
জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই: মির্জা ফখরুল
মাইশা মৃত্যুর বছর পেরোলেও দৃশ্যমান হয়নি সড়কের নিরাপত্তা কার্যক্রম
বিএনপির এখন ‘না’ বলার কোনো অপশন নাই: নাসীরুদ্দীন পাটওয়ারী
জুলাইয়ে ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা মামলার আসামি গ্রেপ্তার
অবশেষে দুই বছর পর খুলল গাজার আল আজহার বিশ্ববিদ্যালয়