প্রকাশিত: ০৩ অগাস্ট, ২০২৫ ০৯:৪৯:০১
ভয়াবহ বিমান দুর্ঘটনার পর টানা তৃতীয় দফায় ছুটি শেষে আজ রোববার (৩ আগস্ট) সীমিত পরিসরে খুলছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। তবে প্রথম দিন কোনো পাঠদান কার্যক্রম পরিচালিত হবে না বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে জানান, শিক্ষার্থীদের মানসিক স্বস্তি নিশ্চিত করা এবং ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।
তিনি আরও জানান, কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সহায়তার জন্য বর্তমানে কাউন্সেলিং কার্যক্রম চালু রয়েছে। পাশাপাশি, বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে পরিচালিত একটি চিকিৎসা ক্যাম্পে শারীরিক ও মানসিক পরামর্শ দেয়া হচ্ছে।
আরও পড়ুন: ‘জুলাই বিপ্লবের পক্ষে থাকা সাংবাদিকদের চাকরিচ্যুত, জনকণ্ঠের কার্যক্রম বন্ধ ঘোষণা’
উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। মর্মান্তিক এই ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জন নিহত এবং প্রায় শতাধিক মানুষ আহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকেই প্রতিষ্ঠানটি বন্ধ ছিল।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, পুরোপুরি পাঠদান কার্যক্রম শুরু করার আগে ধাপে ধাপে সকল ধরনের সহায়তা ও প্রস্তুতি নিশ্চিত করা হবে।
প্রজন্মনিউজ/২৪
জকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট ৯ ও ১০ ডিসেম্বর
বিএনপি নব্য আওয়ামী ফ্যাসিবাদের মতো হচ্ছে: ব্যারিস্টার ফুয়াদ
ভারত থেকে আমদানির খবরে কমলো পেঁয়াজের দাম
আমি বাংলাদেশের ছেলে আমি বাংলাদেশে ফিরে যাব
সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রেক্ষাপটে সব ধরনের পূর্ব প্রস্তুতিই এগোচ্ছে
বাবরি মসজিদের ১১ দানবাক্স ভরে গেল ২ দিনেই, হুমায়ুনকে বহিস্কার
প্রবাসীদের নিবন্ধন ছাড়াল আড়াই লাখ
‘আ.লীগ করে কোনো কাজ পাইনি, এখন ধানের শীষের পক্ষে আছি’
বাজার নিয়ন্ত্রণে যোগসাজশ থাকলে চাকরি হারাবে কৃষি কর্মকর্তারা: কৃষি উপদেষ্টা