প্রকাশিত: ০৭ ডিসেম্বর, ২০২৫ ০৩:১৫:৩৭
প্রজন্ম ডেস্ক:
বিশেষ বৃত্তি ও আবাসন সংকট সমস্যাসহ ৪ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্রশিবির।
রোববার (৭ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।
তাদের দাবিসমূহ হলো ১৫ ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ করতে হবে এবং জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দিতে হবে। অতি দ্রুত দ্বিতীয় ক্যাম্পাসে অস্থায়ী আবাসন নির্মাণের কাজ শুরু করতে হবে।
ডিসেম্বরের মধ্যে দ্বিতীয় ক্যাম্পাসের দ্বিতীয় ধাপের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে হবে, এ ক্ষেত্রে কোনো গড়িমসি চলবে না এবং কোনো বিড়ম্বনা না করে নির্ধারিত সময়ে জকসু নির্বাচন বাস্তবায়ন করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকে নানাবিধ সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। এই অর্থ বছরের শুরু থেকে আবাসন ভাতা দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত সেই অর্থ শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি।
উপর্যুক্ত দাবিগুলো বাস্তবায়ন শিক্ষার্থীদের নিরাপত্তা, দৃঢ় মনোবল ও শিক্ষাজীবনের ধারাবাহিকতা বজায় রাখতে অত্যন্ত জরুরি। বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানায় জবি শিবির।
প্রজন্ম নিউস২৪
বাজার নিয়ন্ত্রণে যোগসাজশ থাকলে চাকরি হারাবে কৃষি কর্মকর্তারা: কৃষি উপদেষ্টা
আখতার হোসেনের বক্তব্যকে ‘সস্তা রাজনীতি’ বলল জামায়াত
আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে মামলা
চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
ঢাকা মহানগর ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার
রাজনীতিতে অবৈধ আয়ের প্রভাব চাঁদাবাজিকে উৎসাহিত করে
বিশেষ বৃত্তিসহ ৪ দফা দাবি জবি শিবিরের