চুয়েটে ছাত্রদল কমিটি ঘোষণায় উত্তাল ক্যাম্পাস, শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৫ ০১:০৩:১৪ || পরিবর্তিত: ১১ জুলাই, ২০২৫ ০১:০৩:১৪

চুয়েটে ছাত্রদল কমিটি ঘোষণায় উত্তাল ক্যাম্পাস, শিক্ষার্থীদের বিক্ষোভ

বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ১১টার দিকে ক্যাম্পাসে শিক্ষার্থীদের এ কর্মসূচি পালন করতে দেখা যায়।


জানা যায়, গতকাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শাখা কমিটি প্রকাশের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এমন উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে যেকোনো ধরনের ছাত্ররাজনীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেন।


পরবর্তীতে রাত এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে জড়ো হয়ে ক্যাম্পাস প্রাঙ্গণে মিছিল শুরু করেন এবং সবগুলো ছাত্র ও ছাত্রী হল প্রদক্ষিণ করে উপাচার্য ভবন পর্যন্ত এগিয়ে যান।

এসময় তারা ‘ছাত্র রাজনীতির ঠিকানা, এই চুয়েটে হবে না’; ‘লাল কার্ড লাল কার্ড-ছাত্র দল লাল কার্ড, ছাত্রশিবির লালকার্ড, ছাত্র ইউনিয়ন লাল কার্ড’; ‘চুয়েটের মাটি, চুয়েটিয়ানদের ঘাটি’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীরা জানান, বিভিন্ন সময়ে ছাত্র রাজনীতির কারণে ক্যাম্পাসে অনেক শিক্ষার্থীকে নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে। সব দলের প্রতিই তাদের সম্মান রয়েছে। কিন্তু চুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ।

এ অবস্থায় ক্যাম্পাসে কোনোভাবেই ছাত্রদলের কমিটি মেনে নেয়া হবে না। শুধু ছাত্র দল নয়, ছাত্র শিবির কিংবা ছাত্র ইউনিয়নের কমিটিও মেনে নেয়া হবে না। গত জুলাই বিপ্লবে আবু সাঈদ, মুগ্ধরা জীবন দিয়েছেন।

তাদের রক্তের বিনিময়ে পাওয়া এ স্বাধীনতাকে এত সহজে হারাতে দেয়া যাবে না। ছাত্র রাজনীতির ভয়াবহ রূপ তারা ইতোমধ্যেই দেখে ফেলেছেন। এর পুনরাবৃত্তি হতে দেয়া হবে না।

তারা আরো বলেন, যাদের কমিটিতে নাম আসবে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেন তারা। যদি উপযুক্ত ব্যবস্থা নেয়া না হয়, তবে তারা পরবর্তীতে আরো কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিবেন বলে জানিয়েছেন।

এদিকে ছাত্রদলের কমিটি আসার ব্যাপারে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এর সঙ্গে কথা হলে তিনি জানান, চুয়েটে ছাত্রদলের যে কমিটি ছিল তা প্রত্যাহার করা হয়েছে। এটা খসড়া কমিটি ছিল। কাল নতুন কমিটি প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, চুয়েটে গত বছরের আগস্টে সিন্ডিকেটের ১৩৬ তম (জরুরি) সভার সিদ্ধান্ত অনুসারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সকল ধরনের রাজনৈতিক সংগঠন এবং কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা নিষিদ্ধ।

এ আদেশ অমান্য কারীদের বিশ্ববিদ্যালয়ের বিধি অনুসারে ব্যবস্থা নেয়া হবে।


প্রজন্মনিউজ/২৪ 

এ সম্পর্কিত খবর

সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রেক্ষাপটে সব ধরনের পূর্ব প্রস্তুতিই এগোচ্ছে

দাবি না মানা পর্যন্ত আন্দোলন ঘোষণা ৭ কলেজ শিক্ষার্থীদের

ঢাকা মহানগর ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার

বিশেষ বৃত্তিসহ ৪ দফা দাবি জবি শিবিরের

বিটিআরসির সামনের সড়ক অবরোধ মোবাইল ফোন ব্যবসায়ীদের

ধর্মের নামে দেশে বিভাজনের চেষ্টা করছে একটি গোষ্ঠী : মির্জা ফখরুল

উত্তরায় ছাত্রশিবিরের আয়োজনে ক্যারিয়ার গাইডলাইন ও নবীন বরণ অনুষ্ঠান

খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন, গুজবে বিভ্রান্ত হবেন না: ডা. জাহিদ

শেখ হাসিনা কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেননি: সালাহউদ্দিন আহমদ

বিএনপি শরিকদের প্রতি ‘অবজ্ঞা’, ‘অসম্মান’ ও ‘বেইমানিপূর্ণ আচরণ' ২০ বছরের সম্পর্ক ছিন্ন করল বাংলাদেশ লেবার পার্টি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ