ঢাকা মহানগর ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার

প্রকাশিত: ০৭ ডিসেম্বর, ২০২৫ ০৪:০৫:৫৬

ঢাকা মহানগর ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার

প্রজম্ম ডেস্ক:

সুনির্দিষ্ট সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব নেসার উদ্দিন রাব্বি এবং ২৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আদনান আহমেদ ইমনকে বহিষ্কার করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল। সংগঠনের নীতিমালা অনুযায়ী শৃঙ্খলাভঙ্গের বিষয়টি যাচাই-বাছাই করার পরই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি শামীম মাহমুদ এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়ার যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ অনুমোদনের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উল্লিখিত দুই নেতার বিরুদ্ধে গৃহীত সাংগঠনিক সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

সংগঠনের সহ-দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদ মর্যাদা) আমজাদ হোসেন মামুন প্রেস বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠান।

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ