হিজরি নববর্ষ উদযাপনে নানা আয়োজন

প্রকাশিত: ২৭ জুন, ২০২৫ ১১:২৬:৫৫

হিজরি নববর্ষ উদযাপনে নানা আয়োজন

প্রজন্মডেস্ক:  মুসলিম বিশ্বের আনন্দ ও উৎসবের দিন হিজরি নববর্ষ। হিজরি নববর্ষের প্রথম দিনে মুসলিমরা নানা ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন করে থাকে। যার মধ্যে কিছু সাধারণ আয়োজন রয়েছে, যা বিশ্বের প্রায় সব মুসলিম দেশেই করা হয়। আর কিছু আছে আঞ্চলিক।

সাধারণ কর্মসূচি

হিজরি নববর্ষে মুসলিম বিশ্বের সাধারণ কিছু কর্মসূচি হলো—

১. সাধারণ ছুটি : হিজরি নববর্ষের প্রথম দিন আরব বিশ্বের বেশির ভাগ দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। বিশ্বের ২০টিরও বেশি দেশের মুসলিমরা এই ছুটি ভোগ করে থাকে। তন্মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি দেশ হলো, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সিরিয়া, ইরাক, মিসর, জর্দান ইত্যাদি।

২. ধর্মীয় আলোচনাসভা : হিজরি নববর্ষ উপলক্ষে মুসলিম দেশগুলোতে বিশেষ সেমিনার ও আলোচনাসভা করা হয়।

এসব সভায় হিজরি বর্ষের ইতিহাস, ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
৩. রোজা পালন : আশুরা তথা মহররম মাসের ১০ তারিখ এবং তার আগে বা পরে এক দিন মিলিয়ে রোজা রাখা হয়।

৪. সামাজিক উৎসব : মুসলিম বিশ্বের কোনো কোনো অঞ্চলে হিজরি নববর্ষে মুসলিম পরিবারগুলো পরস্পরকে আমন্ত্রণ জানায় এবং তারা আনন্দমুখর পরিবেশে সমবেত হয়। এসব পারিবারিক অনুষ্ঠানে উপহারও বিনিময় করা হয়।

৫. সেবামূলক কাজ : নববর্ষ উপলক্ষে বিভিন্ন ধরনের সেবামূলক কাজের উদ্যোগ নিতেও দেখা যায়। যেমন—দরিদ্র ও অসহায় মানুষের ভেতর খাবার বিতরণ করা, চিকিৎসা ক্যাম্প করা, মানুষের ভেতর ধর্মীয় উপকরণ বিতরণ করা।

আঞ্চলিক সংস্কৃতি

নববর্ষের কয়েকটি আঞ্চলিক সাংস্কৃতি হলো—

১. ইন্দোনেশিয়া : হিজরি নববর্ষে ইন্দোনেশিয়ার মুসলিমরা ‘নাগাংগুং’-এর আয়োজন করে। আর তা হলো পিতলের বড় পাত্রে ঐতিহ্যবাহী খাবার নিয়ে বের হওয়া এবং তা মানুষের ভেতর বিতরণ করা। এ ছাড়া ইন্দোনেশিয়ার মুসলিমরা হিজরি নববর্ষকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলও করে।

২. ইরান : ইরানে হিজরি নববর্ষ আগমন করে শোকের বার্তা নিয়ে। ইরানের শিয়া মুসলিমরা মহররমের প্রথম দিন থেকে ১০ দিন পর্যন্ত হুসাইন বিন আলী (রা.)-এর প্রতি নানাভাবে শোক প্রকাশ করে। ইরানিরা পার্সিয়ান নববর্ষ আনন্দে উদযাপন করে থাকে।

৩. সেনেগাল : হিজরি নববর্ষের প্রথম দিন ছুটি কাটায় সেনেগালের মুসলিমরা। তারা এই দিন ঐতিহ্যবাহী খাবার কুসকুস প্রস্তুত করে। গম, সবজি, অলিভ অয়েল, গোশত, কিশমিশ, বাদাম ও বিশেষ মসলাযোগে এই খাবার তৈরি করা হয়।

৪. হায়দারাবাদ : ভারতের হায়দারাবাদে হিজরি নববর্ষের প্রথম দিন বিশেষ ধরনের শরবত প্রস্তুত করা হয়। যাকে স্থানীয়রা ‘দুধ কা শরবত’ বলা হয়। দুধ, চিনি, বাদাম, রুহ আফজা ও বরফ কুচি দিয়ে এই শরবত তৈরি করা হয়।

৫. আরব উপদ্বীপ : আরব উপদ্বীপের দেশগুলোতে হিজরি নববর্ষকে ইসলামী নববর্ষ বলা হয়। এই দিনে সাধারণত সরকারি ছুটি থাকে। পরিবারে ভালো খাবারের আয়োজন করা হয়। 

পরিবারের সদস্যরা মিলে ঘুরতে বের হয়। তারা বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করে। সরকারি ও বেসরকারি উদ্যোগে নানা ধরনের আলোচনাসভা ও সেমিনারের আয়োজন করা হয়।


প্রজন্মনিউজ/২৪ জামাল

এ সম্পর্কিত খবর

​​​​​​​৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত, ফল ২১ জুলাই

আত্মত্যাগের বিনিময়ে পাওয়া সুযোগ কাজে লাগাতে হবে জুলাই শহীদদের

আলিয়া মাদ্রাসায় ব্যবসায় শিক্ষা বিভাগ চালুর দাবি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

জামায়াতের সঙ্গে জোটের সুযোগ নেই, এনসিপির জন্য দরজা খোলা : সালাহউদ্দিন

হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করলো ইসরায়েলি বাহিনী

তামাকবিরোধী যুব সমাবেশ,তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণের দাবিতে

এবার চীন সফরে যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল

‘জাতীয় সমাবেশ’ থেকে যেসব বার্তা দেবে জামায়াত

ফেসবুক প্রোফাইল ও লাল কাপড় নিয়ে কেনো বিতর্ক: হ্যাশট্যাগ থেকে প্রেস রিলিজ—সব কিছুতেই শিবিরের অবদান 

খুলনায় পবিত্র কাবা ও হজসহ ধর্মীয় অবমাননাকর বক্তব্য প্রদানকারীর  বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি হেফাজতে ইসলামের

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ