ইসলামে ধর্মান্তরিত হলে বন্দীদের দেখা হয় ‘সন্দেহভাজন সন্ত্রাসী’ হিসেবে, বাড়ে সাজা

প্রকাশিত: ২২ মার্চ, ২০২৫ ১২:২১:৩৪

ইসলামে ধর্মান্তরিত হলে বন্দীদের দেখা হয় ‘সন্দেহভাজন সন্ত্রাসী’ হিসেবে, বাড়ে সাজা

প্রজন্ম ডেস্ক : ক্রিমীয় সম্প্রদায়ের নেতা নরিমান ঝেলইয়াল গত বছর যুক্তরাজ্যে পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ও তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে সাক্ষাৎ করেন
ক্রিমীয় সম্প্রদায়ের নেতা নরিমান ঝেলইয়াল গত বছর যুক্তরাজ্যে পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ও তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে সাক্ষাৎ করেনফাইল ছবি: রয়টার্স
রক্ত হিম করা ঠান্ডার মধ্যে ২০২৩ সালের নভেম্বরে যখন সাইবেরিয়ার কারাগারে পাঠানো হয়, তখন রুটি ও জাউ ছাড়া নরিমান ঝেলইয়ালের খাওয়ার মতো কিছু ছিল না।

চশমা পরা, শ্মশ্রুমণ্ডিত ক্রিমীয় তাতার সম্প্রদায়ের এই নেতা একজন ধর্মপ্রাণ মুসলিম। তিনি বলেন, কারাগারে তাঁকে যেসব খাবার দেওয়া হতো, সেসবের বেশির ভাগ ছিল শূকরের মাংসের তৈরি। কিন্তু ইসলামি আইনে এটি নিষিদ্ধ।

ঝেলইয়াল আল–জাজিরাকে বলেন, ‘আমি শুধু রুটি খেতাম, তা ভালো মানের ছিল না। এ রুটি চায়ে ভিজিয়ে খেতাম।’ প্রাকৃতিক গ্যাস সরবরাহের লাইন উড়িয়ে দেওয়া ও বিস্ফোরক চোরাচালানের অভিযোগে তাঁকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে রাশিয়া। ইউক্রেন বলেছে, এটা মস্কোর পরিকল্পিত ঘটনা 
              
                        প্রজন্ম নিউজ 24/ মো : জিল্লুর রহমান 

 


 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ