প্রকাশিত: ২৯ জানুয়ারী, ২০২৫ ১২:৫৬:৪৮ || পরিবর্তিত: ২৯ জানুয়ারী, ২০২৫ ১২:৫৬:৪৮
প্রজন্ম ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘গত ৫ আগস্ট বিপ্লবের মাধ্যমে আমাদের দীর্ঘদিন ধরে চলমান আন্দোলনের প্রাথমিক বিজয় হয়েছে। কিন্তু লড়াই এখনো শেষ হয়নি। আমাদের এ পথ অনেক দীর্ঘ কিন্তু প্রশস্ত। তাই অর্জিত বিজয়ে এখনই উল্লেসিত হওয়া বা আত্মতৃপ্তিতে ভোগার কোনো সুযোগ নেই বরং চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখতে হবে। কারণ, আল্লাহ আমাদেরকে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার নির্দেশ প্রদান এবং দ্বীনে হক্ব বিজয়ের প্রতিশ্রুতি প্রদান করেছেন। সে আলামত আমরা ইতোমধ্যেই পেয়ে গেছি। কয়েকদিন আগেই যারা জালেম ও বলদর্পী ছিল তারা এখন লাঞ্ছিত ও পর্যুদস্ত।’ তিনি দ্বীন বিজয়ের লক্ষ্যে সকলকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
আজ মঙ্গলবার সকাল ৭টায় রাজধানীর পান্থপথের একটি মিলনায়তনে শেরেবাংলা নগর দক্ষিণ থানা জামায়াত আয়োজিত এক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
থানা আমির আবু সাঈদ মণ্ডলের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন, ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার ও মৌলভীবাজার জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম।
এ সময় থানা কর্মপরিষদ সদস্য সোহেল খান, জামিল বিন হোসাইন ও আবু জাওয়াদ, মাওলানা রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
ড. রেজাউল করিম বলেন, ‘আওয়ামী-বাকশালীরা বিগত প্রায় ১৬ বছরে অপশাসন-দুঃশাসনের মাধ্যমে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। কেড়ে নেয়া হয়েছিল জনগণের মৌলিক ও সাংবিধানিক অধিকার। জামায়াতসহ বিরোধী দলগুলোর ওপর চালানো হয় ইতিহাসের নির্মম ও বর্বর নির্যাতন। রাষ্ট্রের সকল ক্ষেত্রেই জামায়াতের প্রবেশাধিকার নিষিদ্ধ ছিল। এমনকি ক্ষমতার শেষ পর্যায়ে এসে মাফিয়াতন্ত্রীরা জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। কিন্তু ইতিহাস তাদেরকে ক্ষমা করেনি বরং জনগণ এখন তাদেরকেই পুরোপুরি নিষিদ্ধ করেছে। ছাত্র-জনতার ধাওয়া খেয়ে তারা দেশ থেকে পালিয়ে মামা বাড়িতে আশ্রয় নিয়েছে। কিন্তু তাদের দেশবিরোধী ষড়যন্ত্র বন্ধ হয়নি।
প্রজন্ম নিউজ ২৪/ এমএস শেখ
দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস
যেসব বিভাগে আজ বৃষ্টি হতে পারে
ড. ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন
আওয়ামী হামলায় আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
এস আলম পরিবারের ৫১০৯ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
‘অপারেশন ডেভিল হান্ট’ গাজীপুরে আটক ৪৮
ফ্যাসিস্ট হাসিনার ‘আয়নাঘর’ পরিদর্শনে প্রধান উপদেষ্টা
চ্যাম্পিয়নস ট্রফির জন্য স্কোয়াড চূড়ান্ত, দেখে নিন কোন দলে কারা আছেন
পটুয়াখালীতে কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে গভীর রাতে অগ্নিকাণ্ড