প্রকাশিত: ০৯ জানুয়ারী, ২০২৫ ১২:৩৭:১৭
প্রজন্ম ডেক্স:বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের এবারের আসরে প্রথম পর্ব শেষ হয়েছে কোনো রকম পৃষ্ঠপোষকতা ছাড়াই। লিগের দ্বিতীয় পর্বের খেলা হওয়ার আগে অবশেষে স্পন্সর পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
গতকাল ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্টনারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি হয়েছে। এ চুক্তির আওতায় বাফুফের প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নশিপ লিগ, প্রথম-তৃতীয় বিভাগ লিগ ও একটি নারী ঘরোয়া টুর্নামেন্টের সব ব্যয় বহন করবে এ প্রতিষ্ঠানটি।
স্বত্বাধিকারী প্রতিষ্ঠান কয়েকটি স্পন্সরের সঙ্গে চুক্তি করেছে। টিভিএস গ্রুপ প্রিমিয়ার লিগের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে। এ ছাড়া রয়েছে বাংলা টিভি, ঢাকা ব্যাংক, ইউনিসেফসহ আরও প্রতিষ্ঠান। বাফুফের সিনিয়র সহসভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী বলেন,‘আমাদের মূল চুক্তি ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্টনারের সঙ্গে পাঁচ বছরের জন্য। অন্যান্য কোম্পানির সঙ্গে আমাদের চুক্তি এক বছরের। অন্য প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিবছর চুক্তি পর্যালোচনা করে বৃদ্ধি হবে।’
বাংলা টিভি চলমান প্রিমিয়ার লিগের কয়েকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। আইএসপির সিনিয়র সহসভাপতি দীপক সিং বলেন,‘বাংলাদেশের ফুটবলে সম্ভাবনা রয়েছে এর পরিপ্রেক্ষিতে আমরা বাফুফের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। চুক্তি কয়েক মাস আগে হলেও আনুষ্ঠানিকভাবে আজকেই (গতকাল) সম্মুখে আসা হলো।’
ফিফা-এএফসি চুক্তির অর্থ প্রকাশ করলেও বাফুফে বরাবরই চুক্তির অর্থ গোপন রাখে। সালাম মুর্শেদী আর্থিক বিষয়ে বলেন, ‘আমরা যা পাব এর সিংহভাগই ক্লাবগুলোকে দিয়ে দেব।’বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘এখন থেকে আমাদের প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নশিপ লিগ, সিনিয়র-জুনিয়র ডিভিশনে আইএসপি, টিভিএসের বোর্ড, ব্যানার, লোগো ব্যবহার হবে।’
প্রজন্মনিউজ২৪/এম বি
দল জিতিয়ে সবাইকে ছাড়িয়ে গেলেন রোনালদো
আমরা কোনো দলকে নির্বাচন থেকে দূরে রাখার পক্ষে না
মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন এক কলেজের ৫৩ শিক্ষার্থী
কী আছে গাজা যুদ্ধবিরতি চুক্তিতে
ঢাকা জিততে ভুলে গেলেও টাকা পেয়েছে সবচেয়ে বেশি
শ্বাসরুদ্ধকর ম্যাচে বদলি তারকার গোলে ড্র লিভারপুলের
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস পেলেন খালেদা ও তারেক
ইংলিশ প্রিমিয়ার লিগ ছাড়ছেন বাংলাদেশের হামজা চৌধুরী