কাউনিয়ায় আলোর বাহ‌নের মাসব্যাপী বৃক্ষ‌রোপণ কর্মসূচি’২৪ সম্পন্ন

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৪ ০৬:২৩:২১ || পরিবর্তিত: ৩১ জুলাই, ২০২৪ ০৬:২৩:২১

কাউনিয়ায় আলোর বাহ‌নের মাসব্যাপী বৃক্ষ‌রোপণ কর্মসূচি’২৪ সম্পন্ন

মনিরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগের একট‌ি সামাজিক ও স্বেচ্ছা‌সেবী সংগঠন আলোর বাহন। সংগঠন‌টির উদ্দো‌গে মাসব‌্যাপী বৃক্ষ‌রোপণ ও ব‌িতরন কর্মসূ‌চি-২০২৪ পালন করা হ‌য়ে‌ছে‌।

‘একটি হলেও বৃক্ষরোপন করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ্য বাতাস লাগুক সবার প্রাণে’ শ্লোগানকে প্রতিপাদ্য করে গত ২৫ জুন থে‌কে শুরু হ‌য়ে ২৫ জুলাই পর্যন্ত কর্মসূচি‌টি পালন করে সংগঠনটি।

আলোর বাহ‌নের বৃক্ষ‌রোপণ বাস্তবায়ন ক‌মি‌টি’২৪ এর সদস‌্য-স‌চিব আব্দুল্লাহ‌িল কাফী শামিম জানান, আমরা ভালো জাতের ও মানের  ফল, ফুল, কাঠ ও ঔষ‌ধি গাছের চারা রোপণ ও বিতরন ক‌রে‌ছি। সবমি‌লি‌য়ে এবার তারা ১৮৫‌টি গাছের চারা র‌োপণ ও বিতরন ক‌রেছে ব‌লে জানান তিনি।

তার ম‌ধ্যে হাড়‌িভাঙ্গা আম, কাঁঠাল, আমরা, পেয়ারা, নটকন, বেদ‌েনা, জলপাঁই, হাসনা‌হেনা, বকুল, কৃষ্ণচূড়া, কামিনী, মেহগ‌নি, বটগাছসহ ঔষধী গাছ নিমও ছিল।

আলোর বাহ‌নের বৃক্ষ‌রোপণ বাস্তবায়ন ক‌মি‌টি‌’২৪ এর আহ্বায়ক শাহীন আলম জানান, আমরা প্রতিবারের ন‌্যায় এবার‌োও প‌রি‌বে‌শে‌র ভারসাম‌্য রক্ষায় ও গ্রীষ্মকা‌লের দাবদাহ থে‌কে প‌রি‌বেশ‌কে রক্ষা করত‌ে এই  কর্মসূ‌চি পালন কর‌ছি। এ  কর্মসূ‌চি পালন কর‌তে যারা আর্থিক সহ‌যো‌গিতা ক‌রে‌ছেন আমরা তা‌দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপণ কর‌ছি। ধন‌্যবাদ জানা‌চ্ছি আলোর বাহ‌নের সকল সদস‌্যকে, যারা অত‌্যন্ত প‌র‌িশ্রম কর‌ে আমাদের কর্মসূচি সফল করতে সহ‌যো‌গিতা ক‌রে‌ছেন।
 
সংগঠনটির প্রতিষ্ঠাতা মুহাম্মদ শহীদ জ‌ানান, ‘ আলোকিত তারুণ‌্য, আলোকিত সমাজ’ এই স্লোগা‌নে ২০১৯ সা‌লে প্রতি‌ষ্ঠার পর থে‌কে আলোর বাহন বি‌ভিন্ন সামাজিক ও স্বেচ্ছা‌সেবামূলক কার্যক্রম প‌রিচালনা কর‌ে আস‌ছে। তারই অংশ হি‌সে‌বে আমা‌দের এ আ‌য়োজন। কর্মসূ‌চি বাস্তবায়ন ক‌মি‌টি‌কে সুন্দর এক‌টি আয়োজন উপহার দেয়ার জন‌্য ধন‌্যবাদও জান‌ান তি‌নি।

মাসব‌্যা‌পী এ কর্মসূ‌চিতে উপ‌স্থিত ছি‌লেন বৃক্ষ‌রোপন বাস্তবায়ন কমিটি‌র যুগ্ম আহ্বায়ক সফ‌িকুল ইসলাম, অর্থ সম্পাদক ইব্রা‌হিম খ‌লিল, সহ অর্থ সম্পাদক শিমুল ম‌িয়া, সদস‌্য হা‌ফেজ আল আমিন, ইয়ামিন মওলা, ফয়সাল আহ‌মেদ বাবু, আসাদুল্লাহ আল ফয়সাল, রু‌বেল মিয়া, আরিফ, সা‌দিক, রাহ‌ি, আসিব, ফা‌হিম, মাসুদ, মেরাজসহ অন‌্যান‌্য সদস‌্যবৃন্দ।

আরও উপ‌স্থিত ছি‌লেন সংগঠন‌টির সা‌বেক সভাপ‌তি সুজন আব্দুল্লাহ, সাব‌েক সহ সভাপ‌তি রা‌হেবুল ইসলাম, সা‌বেক সাধারন সম্পাদক আসাদ হোসাইন, সা‌বেক সাংগঠ‌নিক সম্পাদক আহসান হা‌বিব, সা‌বেক সহ সাংগঠ‌নিক সম্প‌াদক রা‌শিদুল ইসলাম, সাবেক অর্থ সম্পাদক শাহাবুদ্দিন, সা‌বেক নির্বাহী প‌রিষদ সদস‌্য মোক্তারুল ইসলাম, ম‌নিরুল ইসলামসহ স্থানীয় গণ‌্যমান‌্য ব‌্যক্তিবর্গ।


 

প্রজন্মনিউজ২৪/মনির

এ সম্পর্কিত খবর

ইসির সংলাপ এখনও ডাক পায়নি জাপা ও ১৪ দল শরিকরা

শেখ হাসিনার মামলার রায় ও প্রত্যর্পণ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে বিশ্লেষণ

১৭ ই ফেব্রুয়ারি ২০২৬ শুরু হতে পারে মাহে রমজান

নির্বাচনের জন্য ৪৮ হাজার পুলিশ সদস্যের প্রশিক্ষণ সম্পন্ন

সাভারের ভাকুর্তায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদাণ

কেন্দ্রীয় চুক্তি সই করেননি রিজওয়ান, জুড়ে দিলেন শর্ত

সুষ্ঠ নির্বাচন করতে ইসিকে ১৮ দফা প্রস্তাব দিয়েছে জামায়াত

ইসরায়েল কর্তৃক আরও ৩০ ফিলিস্তিনির মৃতদেহ হস্তান্তর

খুনি আ.লীগকে রাস্তায় পাইলেই জনগণের শরীরে একটা ‘জোশ’আসে

ফাজিল পরীক্ষায় অনিয়ম হলেই কঠোর ব্যবস্থা নেবে ইআবি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ