লক্ষ্মীপুরে রক্তদাতাদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন হিউম্যান ব্লাড ডোনার্স ক্লাব

প্রকাশিত: ০৫ এপ্রিল, ২০২৪ ০২:০৫:২১

লক্ষ্মীপুরে রক্তদাতাদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন হিউম্যান ব্লাড ডোনার্স ক্লাব

লক্ষ্মীপুর প্রতিনিধি: মানুষের জীবন বাঁচাতে ছুটে যাওয়া রক্তদাতাদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে হিউম্যান ব্লাড ডোনার্স ক্লাব লক্ষ্মীপুর। যা হয়ে উঠে রক্তদাতাদের মিলন মেলায়। 

বৃহস্পতিবার (৪ঠা এপ্রিল) সন্ধ্যায় লক্ষ্মীপুর ঐতিহ্য কনভেনশন সেন্টারে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।  এতে অংশ নেন শতাধিক স্বেচ্ছাসেবী রক্তদাতা। 

সংগঠনের সেক্রেটারি ইঞ্জিনিয়ার ইমাম উদ্দিন ইমনের সঞ্চালনায় আব্দুল করিমের শুভেচ্ছা বক্তব্যে হিউম্যান ব্লাড ডোনার্স ক্লাবের প্রধান উপদেষ্টা ফয়েজ আহমাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং উত্তর হামছাদী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম।
 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, পৌরসভা ১২ ওয়ার্ড কাউন্সিলর রিয়াজ পাটওয়ারী রাজু, লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ডিপার্টমেন্টের ইন্সট্রাক্টর ইঞ্জিনিয়ার নাসির পাটওয়ারী, ব্রিলিয়ান্ট পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ফিরোজ আলম, সংগঠনের উপদেষ্টা আব্দুল কুদ্দুস ও মাসুদুর রহমান, ২নং উত্তর হামছাদী ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মিজানুল করিম লিটন। লব্ধের সভাপতি আবুল হাসান সোহেল, হযরত শাহাজালাল আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মো হানিফ, লব্ধের সাবেক সভাপতি ফারাজ রানা। 

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,হিউম্যান ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি আফজাল হোসেন শান্ত, প্রধান পরিচালক মুহাম্মদ আবুল হাশেম পলাশ, সহ পরিচালক হানিফ মিঝি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংগঠনের সদস্য প্রমুখ।

সভাপতির বক্তব্যে ফয়েজ আহমাদ  সকল সদস্যদের ধন্যবাদ জানান রক্ত দিয়ে মানুষের পাশে থাকার জন্য। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার আহবান জানান তিনি।

ইফতারের পূর্বে বক্তারা বলেন, ইমারজেন্সি মুহূর্তে মানুষের রক্তের প্রয়োজনে আমাদের এই স্বেচ্ছাসেবী ভাই ও বোনেরা কোন স্বার্থ ছাড়াই এগিয়ে আসে। পরোপকারী এই ভাই-বোনদের নিয়ে একসাথে ইফতারি করতে পেরে আত্মতৃপ্তির কথাও জানান তারা। 

পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত করা হয়।


প্রজন্মনিউজ২৪/এমএম
 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ