কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৪ ০৪:৩২:২৭

কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ ২০২৪-২৫ মৌসুমে উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসুচীর আওতায় এ বীজ ও সার বিতরণ করা হয়। সোমবার (২৯ এপ্রিল) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মজিবর রহমান মজনু।

উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামানের সঞ্চালনায় বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক। 

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক সমন্বয় সভায় অংশ নেন সংসদ সদস্য আলহাজ্ব মজিবর রহমান মজনু।


প্রজন্মনিউজ২৪/এমএম
 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ