ফেনী ছাত্র ফোরাম ঢাকার উদ্যোগে ইফতার আয়োজন সম্পন্ন

প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৪ ০২:৫১:২১

ফেনী ছাত্র ফোরাম ঢাকার উদ্যোগে ইফতার আয়োজন সম্পন্ন

অনলাইন ডেস্ক: ফেনি ছাত্র ফোরাম ঢাকার উদ্যেগে ইফতার ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার(২৩ মার্চ (১২ রমজান) ঢাকা খিলগাঁওয়ের একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

ফেনী ছাত্র ফোরাম ঢাকার আহ্বায়ক আব্দুল কাইয়ুম মুরাদের সভাপতিত্বে, যুগ্ম আহ্বায়ক আবু জাফর ওবায়দুল্লাহর পরিচালনায় প্রীতি সমাবেশ ও ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ছাত্র ফোরাম ঢাকার উপদেষ্টা ডা. ফখরুদ্দিন মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ছাত্র ফোরাম ঢাকার প্রতিষ্ঠাতা সভাপতি মনির উদ্দিন মনি, ফেনী ছাত্র ফোরাম ঢাকার উপদেষ্টা রেজাউল করিম, তারেক মাহমুদ, জাহিদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন ফেনী ছাত্র ফোরাম ঢাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

ফেনী ছাত্র ফোরাম ঢাকা কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রায় শতাধিক ছাত্র অংশগ্রহণ করে। 

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ ফখরুদ্দিন মানিক বলেন, এই কার্যক্রম গুলোকে সামনের দিকে আরো এগিয়ে নেওয়ার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। ফেনীসহ দেশ এবং বিশ্বকে নেতৃত্ব দেয়ার জন্য এখান থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই সংগঠন ছাত্রদের মধ্যে স্বপ্ন জাগিয়ে দিয়ে তা বাস্তবায়নের জন্য সহযোগিতা করবে বলে আমি আশাকরি।

প্রীতি সমাবেশ ও ইফতারে সভাপতির বক্তব্যে ফেনীর ছাত্র ফোরাম ঢাকার আহ্বায়ক আব্দুল কাইয়ুম মুরাদ বলেন, ফেনী জেলা থেকে আগত ছাত্রদের মেলবন্ধন তৈরি করার জন্য 'ফেনী ছাত্র ফোরাম ঢাকা' কাজ করে যাচ্ছে। পাশাপাশি ছাত্রদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য এই ফোরাম ভবিষ্যতে অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করেন তিনি।


প্রজন্মনিউজ২৪/এফএইচ

এ সম্পর্কিত খবর

বৃষ্টির জন্য বিভিন্ন স্থানে ইসতিসকার নামাজ আদায়

বাংলাদেশকে গ্যাস চেম্বার বানিয়েছে সরকার : রিজভী

বৃষ্টি নিয়ে সুসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর

আগামীকাল থেকে আবারও তিনদিনের ‘হিট অ্যালার্ট’

ইউএসএ বাংলা সাহিত্য সম্মেলন-২৪

কাচিয়ায় ৭নং ওয়ার্ড উপনির্বাচনে প্রার্থীর বিরুদ্ধে জ্বিন প্রতারনা মামলার অনুসন্ধানশ্লিপ পাঠিয়েছে সিআইডি

ইউএসএ বাংলা সাহিত্য সম্মেলনে আসতে শুরু করেছেন দুই বাংলার কবি সাহিত্যিকগন

পঞ্চগড়ে হিট স্ট্রোকে প্রাইভেট কার চালকের মৃত্যু

তীব্র গরমে ঢাকার বাতাসের কী খবর

হাবিপ্রবি সংশ্লিষ্ট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ