১৪ই ফেব্রুয়ারী সাকিবের বিচ্ছেদ যার সাথে

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী, ২০২৪ ০৪:০৩:৪২

১৪ই ফেব্রুয়ারী সাকিবের বিচ্ছেদ যার সাথে

অনলাইন ডেস্ক: ব্যাপারটা মুখস্থ হয়ে গিয়েছিল। অন্য ফরম্যাটে ওঠানামা থাকলেও ওয়ানডেতে বিশ্বের সেরা অলরাউন্ডার কে? এই প্রশ্নের একটাই উত্তর। পাঁচ বছর ধরে ওয়ানডের শীর্ষ অলরাউন্ডার ছিলেন সাকিব আল হাসান। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে ঝোড়ো সেঞ্চুরিতে সাকিবের সে রাজত্ব কেড়ে নিয়েছেন আফগানিস্তান অলরাউন্ডার মোহাম্মদ নবী। 

ওয়ানডে বিশ্বকাপে শেষ ম্যাচ খেলতে পারেননি সাকিব। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও ছিলেন না। তাঁর অবর্তমানে নেতৃত্ব দেওয়া সাকিবকে গত পরশু পূর্ণ মেয়াদে অধিনায়ক করেছে বিসিবি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দলেও চোখের সমস্যায় রাখা হয়নি সাকিবকে।

এর মধ্যেই আজ বুধবার ১৪ ফেব্রুয়ারি আইসিসির প্রকাশিত র‍্যাঙ্কিংও দিল দুঃসংবাদ। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দলের বিপদে ১৩০ বলে ১৩৬ রানের ইনিংস খেলেছেন নবী। বল হাতেও এক উইকেট নিয়েছেন।

এমন পারফরম্যান্সে নবীর বর্তমান অলরাউন্ডার রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৩১৪-তে। ওদিকে বিশ্বকাপের পর থেকে আন্তর্জাতিক ম্যাচ না খেলা সাকিবের পয়েন্ট ৩১০। পাঁচ বছর পর ওয়ানডের শীর্ষ অলরাউন্ডারের নাম আর সাকিব নন। 

এদিকে ভয়ংকর এক বিশ্বকাপ কাটালেও ওয়ানডেতে শীর্ষ ব্যাটসম্যান এখনো বাবর আজম। বোলিংয়ে কেশব মহারাজও তাঁর জায়গা ধরে রেখেছেন। 


প্রজন্মনিউজ২৪/এএন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ