বার্সেলোনায় বাংলাদেশি যুবকদের ওপেন কনসার্ট

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ০৩:২৬:১২

বার্সেলোনায় বাংলাদেশি যুবকদের ওপেন কনসার্ট

অনলাইন ডেস্ক: স্পেনের বার্সেলোনায় প্রবাসী বাংলাদেশিদের যুব সংগঠন ‘বাংলাদেশ কুলতুরাল ইয়াং ফেডারেশন, স্পেন’র আয়োজনে ওপেন কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) সান আন্থনী চত্বরে আয়োজিত এ কনসার্টে বার্সেলোনা ও আশপাশের এলাকার প্রবাসীরা পরিবার-পরিজন নিয়ে অংশগ্রহণ করেন। তারা বাংলার নাচে-গানে মেতে ওঠেন আনন্দে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বার্সেলোনায় বাংলাদেশের কনস্যুলার রামন পেদ্রো বেরনাউস। বিশেষ অতিথি ছিলেন বার্সেলোনা সিটি কর্পোরেশন কর্মকর্তা সারা বেলবেইদা, নুরিয়া সেররা, এভা বারো, এসতের মিরাইয়েস, আলবা সালমেরন। এছাড়াও অতিথি ছিলেন কাতালান সংসদের সাবেক সিনেটর রবার্ট মাসি নাহার।

বক্তব্য দেন ‘বাংলাদেশ কুলতুরাল ইয়াং ফেডারেশন, স্পেন’র সভাপতি নূরে আমিন টোকন ও সাধারণ সম্পাদক মতিউর রহমান। আয়োজক সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আজহারুল ইসলাম, ফয়সল আহমেদ, জামিল হোসেন, মামুন মোল্লা, সুমন দেওয়ান, হিমেল আহমেদ, রাফিকুল হক, সোহেল সামাদ প্রমুখ।

মাসুদা পারভিন মুন্নি এবং রুমাইশা সুলতানা শাওনর যৌথ উপস্থাপনায় কনসার্টে গান পরিবেশন করেন প্রীতম আহমেদ, শ্রাবণী বড়ুয়া, মর্তুজা মুন্না, মানসিব, ওমি রহমান, মঞ্জু স্বপন, রাজু গাজী, আহনা দিবা, বর্ষা মজুমদার, ফয়সল আহমেদ ও  নজরুল ইসলাম। তাদের মন মাতানো গান উপভোগ করেন উপস্থিত প্রবাসীরা।

ওপেন কনসার্ট ঘিরে সান আন্থনী চত্বরে ফুচকা, ঝালমুড়ি, চানাচুর, ফুচকা, চটপটি, বিরিয়ানি, আচার, পান সুপারিসহ নানা খাবারের সমাহার নিয়ে কয়েকটি স্টল পসরা সাজিয়েছিল, যা দর্শনার্থীদের আগ্রহের সৃষ্টি করে।

কনসার্টে হাজারো বাঙালির উপস্থিতিতে বার্সেলোনার সান আন্তনি খোলা ময়দান পরিণত হয় বাঙালিদের মিলনমেলায়।

কনসার্টের অন্যতম আয়োজক এবং ইয়াং ফেডারেশনের সভাপতি নূরে আমিন টোকন জানান, বার্সেলোনায় বাংলাদেশিদের আয়োজনে এরকম কনসার্ট এবারই প্রথম। তিনি এ আয়োজন সফলভাবে সম্পন্ন করতে স্থানীয় কমিউনিটির সর্বস্তরের নেতাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


প্রজন্মনিউজ২৪/এফএ


 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ