ঢাকার সব ঐতিহ্য ফিরিয়ে আনবো: মেয়র তাপস

প্রকাশিত: ২৪ মে, ২০২৩ ০৪:৩৭:১১

ঢাকার সব ঐতিহ্য ফিরিয়ে আনবো: মেয়র তাপস

ঢাকার ঐতিহ্যবাহী স্থাপনাগুলো সংস্কারের মাধ্যমে এই শহরের ঐতিহাসিক গুরুত্ব ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। বুধবার (২৪ মে) ঐতিহাসিক ঢাকা গেটের সংস্কার কাজের উদ্বোধন শেষে তিনি এ ঘোষণা দেন।

মেয়র তাপস বলেন, ‘ঢাকা শহরের সব ঐতিহ্য আমাদের ধারণ করতে হবে, সংরক্ষণ করতে হবে। এক সময় এই ঢাকা গেট ছিল শহরের মূল প্রবেশদ্বার। আমরা সংস্কারের মাধ্যমে এর ঐতিহ্য পুনরুদ্ধার করতে পারবো।’

তিনি বলেন, ‘দীর্ঘদিন পরে হলেও ডিএসসিসি একটি ঐতিহাসিক স্থপনা সংস্কারের কাজ শুরু করেছে। এছাড়া আমরা লালকুঠিকেও সংস্কারের আওতায় নিয়ে এসেছি। এর মাধ্যমে ধাপে ধাপে আমরা ঢাকার সব ঐতিহ্য সংস্কার, সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করবো। যাতে বহির্বিশ্বের পর্যটকেরাও এসে ঢাকাকে জানতে ও বুঝতে পারে।’

উদ্বোধনী অনুষ্ঠানে আরও ছিলেন– ঢাকা ৮ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন, ইতিহাস গবেষক অধ্যাপক মুনতাসীর মামুন, ২১ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান আসাদসহ ডিএসসিসির কর্মকর্তারা।

রাশেদ খান মেনন বলেন, ‘ঢাকার ঐতিহ্য সংরক্ষণের জন্য সিটি করপোরেশন যে উদ্যোগ নিয়েছে তা আশাব্যঞ্জক। এর মাধ্যমে ঢাকা কেবলমাত্র রাজধানী হিসেবে নয়, একটি ঐতিহ্যের শহর হিসেবেও গড়ে উঠবে।’


প্রজন্মনিউজ২৪/ইমরান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ