পেরুতে বাস খাদে ,২৪ জনের মৃত্যু

প্রকাশিত: ২৯ জানুয়ারী, ২০২৩ ০৬:৫০:৪০ || পরিবর্তিত: ২৯ জানুয়ারী, ২০২৩ ০৬:৫০:৪০

পেরুতে বাস খাদে ,২৪ জনের মৃত্যু

অনলাইন নিউজ ডেস্ক: পেরুর উত্তরাঞ্চলে শনিবার ভোরে ৬০ জন যাত্রী নিয়ে একটি বাস পাহাড়ের খাদে পড়ে যাওয়ার পর অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে, পুলিশ স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে।
পেরুর পরিবহন তত্ত্বাবধায়ক সংস্থা (সুত্রান) একটি বিবৃতিতে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে, কিছু সংখ্যক প্রাণহানি বা আঘাতের কথা উল্লেখ না করেই।

সুত্রান জানিয়েছে, পেরুর উত্তরে এল আল্তো জেলায় কিউ’ওরিয়াঙ্কা ট্যুরস আগুইলা ডোরাডা কোম্পানির একটি বাসের সাথে এই ট্র্যাজেডিটি ঘটেছে। সুত্রান বলেছে যে প্রাথমিক তদন্তে দেখা গেছে যে বাসটিতে একটি আপ-টু-ডেট নিরাপত্তা পরিদর্শন এবং দুর্ঘটনা বীমা রয়েছে।

সড়ক দুর্ঘটনা পেরুতে তুলনামূলকভাবে সাধারণ, অনেক চালক অনিশ্চিত রাস্তায় এবং যথাযথ প্রশিক্ষণ ছাড়াই যানবাহন চালায়। ২০২১ সালে, আন্দিজ পর্বতে একটি হাইওয়ে থেকে একটি বাস ডুবে গেলে ২৯জন মারা যায়। সূত্র: এরিয়া নিউজ


প্রজন্মনিউজ২৪/একে আল-জাবির

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ