১৫ আগস্ট : ইতিহাসে আজকের এই দিনে

প্রকাশিত: ১৫ অগাস্ট, ২০২২ ০৫:৫৯:৫৯

১৫ আগস্ট : ইতিহাসে আজকের এই দিনে

ফিচার ডেস্ক: আজকের দিনটি আগামীকাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ১৫ আগস্ট ২০২২, রোজ সোমবার। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন আর কারা মৃত্যুবরণ করেছিলেন।

বাংলাদেশের জাতীয় শোক দিবস

১৯৪৭ - পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ গভর্নর জেনারেলর হিসেবে শপথ গ্রহণ করেন।

১৯৪৮ - কোরীয় উপদ্বীপ বিভক্ত হয়ে দক্ষিণ কোরিয়া স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে।

১৯৬০ - আফ্রিকার দেশ কঙ্গো ফরাসি উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।

১৯৪৭ - ভারতে ব্রিটিশ শাসনের অবসান হয় ও ভারত স্বাধীনতা লাভ করে।

১৯৬৫ - ভারতে প্রথম দূরদশর্ন প্রদর্শিত হয়।

১৯৭৫ - স্বাধীনতাবিরোধীদের চক্রান্তে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন।

২০০৫ - ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনিদের প্রতিরোধের মুখে গাজা উপত্যকা থেকে পিছু হটতে বাধ্য হয়।

২০০৬ - বাংলাদেশের কাছে পর পর দুইবার হোয়াইট ওয়াশ হয় কেনিয়া।

২০০৮ - ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে নারীদের ১০০০০ মিটার দৌড়ের ফাইনালে তিরুনেশ দিবাবা ২৯: ৫৪.৬৬ সময়ে নতুন অলিম্পিক রেকর্ড স্থাপন করেন।

জন্ম :

১৮৯২ - লুই দ্য ব্রয়, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিজ্ঞানী।

১৯২২ - সৈয়দ ওয়ালিউল্লাহ, একজন বাঙালি কথাশিল্পী।

১৯২৬ - সুকান্ত ভট্টাচার্য, বাংলা সাহিত্যের একজন কবি।

১৯৪৫ - আল্যাঁ জুপে, ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী।

মৃত্যু :

১৮৩৬ - ইতালীয় নোবেল বিজয়ী লেখক গারসিয়া ডেলেডা।

১৯১০ - ইসলামবিষয়ক পন্ডিত ও ব্রাহ্মধর্ম-প্রচারক ভাই গিরিশচন্দ্র সেন।

১৯৪২ - মহাত্মা গান্ধীর পারসনাল সেক্রেটারি মহাদেব দেশাই।

১৯৭৫ - স্বাধীনতাবিরোধীদের চক্রান্তে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন।

১৯৯৪ - কবি ও সাহিত্য সমালোচক হরপ্রসাদ মিত্র।


প্রজন্মনিউজ২৪/এমআরএ
 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ