দেশীয় উদ্যোক্তারা বিদেশি সারকারখানাতে বিনিয়োগ করতে পারবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২৫ জানুয়ারী, ২০২২ ০৩:০৯:২৬

দেশীয় উদ্যোক্তারা বিদেশি সারকারখানাতে বিনিয়োগ করতে পারবে: প্রধানমন্ত্রী

দেশীয় বিনিয়োগকারীরা বিদেশে সারকারখানা বিনিয়োগ করতে পারবে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির ( একনেক) সভায় প্রকল্প অনুমোদনের অনুশাসনে এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, বর্তমানে দেশে সারের ব্যাপক চাহিদা রয়েছে। সে অনুযায়ী বাজারে সরবরাহ সম্ভব হচ্ছে না। এজন্যে দেশীয় উদ্যোক্তারা বিদেশে বিনিয়োগ করতে পারবেন। 

প্রকল্পের অনুশাসনে প্রধানমন্ত্রী বলেন, কৃষি নির্ভর দেশে সারের ব্যাপক চাহিদা। তবে দেশে পর্যাপ্ত সুযোগের অভাবে তা বাস্তবায়িত হচ্ছে না। আমাদের গ্যাস ও বিদ্যুৎ সুবিধা পর্যাপ্ত না থাকায় বিদেশে আমাদের দেশীয় বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে পারবে। ফলে আমাদের বিদেশি বিনিয়োগ বাড়বে আবার আমাদের চাহিদা পূরণ সম্ভব হবে।

উল্লেখ্য , আজ একনেক সভায় ৭২৪ কোটি ৩০ লাখ টাকায় ইউরিয়া ফর্মালডিহাইড -৮৫ (ইউএফ-৮৫) প্লান্ট স্থাপন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। যার অর্থায়ন হবে সম্পূর্ন দেশীয়ভাবে। যেটি বাস্তবায়ন করবে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন। 

এছাড়া ৪ হাজর ৬২১ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে আরো ১০ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। যেখানে সরকারি অর্থায়ন হবে ৩ হাজার ৫৫ কোটি ২১ লাখ টাকা আর বৈদেশিক অর্থায়ন হবে ১ হাজার ৫৬৬ কোটি ১৩ লাখ টাকা। 

সভায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান; কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক; তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাদ; স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম; শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন; বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি; ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম; ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ উপস্থিত ছিলেন।


প্রজন্মনিউজ২৪/সুইট

এ সম্পর্কিত খবর

হাবিপ্রবি সংশ্লিষ্ট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাঁচবে হাজারও কোটি টাকার সম্পদ

৭ দাবিতে কুবি’র তিন দপ্তরে শিক্ষক সমিতির তালা

চলতি বছর পবিত্র হজ্জ পালনের অনুমতি দেওয়া শুরু করেছে সৌদি আরব

বশেমুরবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

যুদ্ধকে ‘না’ বলুন, সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করুন: প্রধানমন্ত্রী

টেকনাফে ১০ কৃষক অপহরণের ঘটনায় আসামি দেলু ডাকাত আটক।

ডাকঘরে পোস্ট মাস্টারের আইসক্রিম ডিলারের ব্যবসা

টাঙ্গাইল শাড়ি বাংলাদেশেই থাকবে : শিল্পমন্ত্রী

নেতানিয়াহুর পদত্যাগ চান ন্যান্সি পেলোসি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ