রৌমারী সীমান্তে আড়কির বাশেঁর চাপায় যুবকের মৃত্যু

প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২১ ১১:১০:০৪

রৌমারী সীমান্তে আড়কির বাশেঁর চাপায় যুবকের মৃত্যু

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: আড়কির বাশেঁর নিচে চাপা পড়ে সাহাবুদ্দিন (৩২) নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার (২৮ নভেম্বর) রাত ৮ দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের পূর্ব কাউয়ারচর  গ্রামের সীমান্তে এ ঘটনাটি ঘটে। মৃত্যু সাহাবুদ্দিন একই ইউনিয়নের পূর্ব কাউয়ার চর গ্রামের হাবিবুর রহমানের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, সাজু নামের এক গরু ব্যবসায়ীর আড়কির বাশঁ নিয়ে সীমান্তের একদল চোরাকারবারি অবৈধভাবে গরু আনার জন্য আন্তর্জাতিক সীমান্ত মেইন পিলারের মাঝামাঝি দিয়ে কাউয়ারচর এলাকায় কাটাতারের বেড়ার ওপর দিয়ে ভারতীয় গরু পাচার করছিল। এসময় ভারতের গুটলিগাও বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। পরে অবস্থার বেগতিক দেখে তড়িঘড়ি করে আড়কির বাশঁ খুলতে গেলে রশি ছিড়ে সাহাবুদ্দিনের বুকে পড়ে। ঘটনাস্থলে সে অজ্ঞান হলে সহযোগিরা তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে আনার সময় তার মৃত্যু হয়।

রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

প্রজন্মনিউজ২৪/ইমরান হোসাইন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ