গাজায় মেয়াদোত্তীর্ণ করোনার টিকা পাঠিয়েছে ইসরায়েল

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২১ ০১:৩৫:০৪

গাজায় মেয়াদোত্তীর্ণ করোনার টিকা পাঠিয়েছে ইসরায়েল

প্রজন্মনিউজ ডেস্কঃ ফিলিস্তিনের গাজা উপত্যকায় ৫০ হাজার ডোজ মেয়াদোত্তীর্ণ করোনাভাইরাসের টিকা পাঠিয়েছে ইসরায়েল। এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।    এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজা উপত্যকায় পাঠানোর জন্য রাশিয়ার তৈরি ওই টিকা ইসরায়েলকে দেওয়া হয়। তেল আবিব সেগুলো অনুপযুক্ত অবস্থায় রেখে দিয়েছিল। এছাড়া টিকার চালানটি ঠিক সময়ে গাজায় পৌঁছাতে বাধা দেয় ইসরায়েল।

সম্প্রতি গাজার কারেম আবু সালেম ক্রসিং দিয়ে রাশিয়ার তৈরি স্পুৎনিক লাইট টাইপের টিকার চালানটি গাজায় পাঠানো হয়। কিন্তু সেফটি টেস্টে দেখা যায়, ৫০ হাজার ডোজ টিকার মেয়াদ শেষ হয়ে গেছে।

এর আগে ইসরায়েলি গণমাধ্যম খবর দিয়েছিল, মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া টিকাগুলো প্রথমে তেল আবিব পশ্চিম তীরের স্বশাসন কর্তৃপক্ষকে দিতে চেয়েছিল। কিন্তু মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ ওই চুক্তি বাতিল করে দেয়। এরপরই চালানটি গাজা উপত্যকায় পাঠায় ইসরায়েল।

গাজা উপত্যকায় এখন পর্যন্ত ১ লাখ ৪৭ হাজার ৩৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে ১ হাজার ২২৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, অবরুদ্ধ এই উপত্যকায় প্রায় ২০ লাখ মানুষ বসবাস করলেও এ পর্যন্ত মাত্র তিন লাখ ৫৪ হাজার মানুষ করোনাভাইরাসের টিকা নিতে পেরেছেন।  

প্রজন্মনিউজ২৪/নজরুল

এ সম্পর্কিত খবর

চলতি বছর পবিত্র হজ্জ পালনের অনুমতি দেওয়া শুরু করেছে সৌদি আরব

ইসরায়েল থেকে বিনিয়োগ প্রত্যাহারের দাবিতে মার্কিন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন

নেতানিয়াহুর পদত্যাগ চান ন্যান্সি পেলোসি

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত জ্যামাইকার

ইউক্রেন-ইসরায়েলকে আরও ৯৫ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলের ভেতর গভীরতম হামলা হিজবুল্লাহর

রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ ৭ কেএনএফ সদস্য কারাগারে

আফ্রিকায় বাংলাদেশি বক্সারের স্বর্ণজয়

দক্ষিণ লেবাননে ফসফরাস বোমা হামলার কারণ জানালো ইসরায়েল

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কাতারের আমির

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ