‘চলমান লকডাউনে নিম্ন আয়ের মানুষ দিশেহারা’

প্রকাশিত: ০৮ জুলাই, ২০২১ ১১:৩১:৪৮

‘চলমান লকডাউনে নিম্ন আয়ের মানুষ দিশেহারা’


হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধিঃ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি অধ্যাপক মুহাম্মদ বজলুর রহমান বলেছেন- ‘বিশ্ব ব্যাপী ছড়িয়ে পড়া করোনার প্রাদুর্ভাব ও চলমান লকডাউন পরিস্থিতিতে দেশের নিম্ন আয়ের মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে।’

সরকারী সাহায্য সহযোগিতা থেকেও দিনমজুর শ্রেনী পেশার মানুষ বঞ্চিত হচ্ছেন। দেশের এই দুর্যোগপূর্ণ অবস্থায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে সামর্থবান ও সচেতন সিলেটবাসীকে এগিয়ে আসতে হবে। দেশ-জাতির মুক্তির জন্য আল-কোরানের নির্দেশনা অনুযায়ী ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে। খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার থানা দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত ভার্চুয়াল থানা দায়িত্বশীল সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আজ বিকালে খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার এক ভার্চুয়াল থানা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়। মহানগর সভাপতি অধ্যাপক মুহাম্মদ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম হাসান এর পরিচালনায় জুম এপসের মাধ্যমে অনুষ্ঠিত অনলাইন থানা দায়িত্বশীল সভায় থানা শাখা সমূহের বাষিক সভায় রিপোর্ট পেশ ও পর্যালোচনা, ত্রৈমাসিক পরিকল্পনা পেশ ও পরামর্শ এবং সংগঠনের মহাসচিব প্রফেসর ডঃ আহমদ কাদের সহ গ্রেফতারকৃত আলেম উলামা ও রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তির লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে গণসংযোগ কর্মসূচি পালনের কর্মকৌশল ও পরিকল্পনা গ্রহণ করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর শাখার সহসাধারণ সম্পাদক মাওলানা আবু তামিম, হাফিজ মাওঃ জাবেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা জুনায়েদ আহমদ, বায়তুলমাল সম্পাদক মোঃ মাসুদ আহমদ, সহসাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম ছাববীর, শাহপরান পূর্ব থানা সভাপতি মোঃ ফারুক মিয়া, জালালাবাদ থানা সসভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম, শ্রমিক মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা সেলিম আহমদ, কতোয়ালী পশ্চিম থানা সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, শাহপরান পশ্চিম থানা সভাপতি মাওলানা আব্দুল হামিদ, দক্ষিণ সুরমা থানা সেক্রেটারি মাওলানা শামসুজ্জামান সাজু, কতোয়ালী পূর্ব থানা সসেক্রেটারি জাহেদ আহমদ চৌধুরী, কতোয়ালী পশ্চিম থানা সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, জালালাবাদ থানা সেক্রেটারি হাফিজ মাওঃ সাদিকুর রহমান, বিমান বন্দর থানা সেক্রেটারি মাওলানা শিব্বির আহমদ, শ্রমিক মজলিস সিলেট মহানগর সেক্রেটারী মোঃ জসিম উদ্দিন প্রমুখ।#

প্রজন্মনিউজ২৪/এফএম

এ সম্পর্কিত খবর

এলাকার রেজান আলীর প্রতারণার ফাঁদে ফারুক মিয়া

চুয়াডাঙ্গায় আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৭ ডিগ্রি

গাজীপুরে চিরকুট লিখে স্বামী-স্ত্র‌ীর আত্নহত্যা

কাচিয়ায় ৭নং ওয়ার্ড উপনির্বাচনে প্রার্থীর বিরুদ্ধে জ্বিন প্রতারনা মামলার অনুসন্ধানশ্লিপ পাঠিয়েছে সিআইডি

পার্বতীপুরে তীব্র তাপদাহ ও অনাবৃষ্টির কারণে ইস্তেস্কার নামাজ আদায়

হাবিপ্রবি সংশ্লিষ্ট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাঁচবে হাজারও কোটি টাকার সম্পদ

যেকোনো উপায়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি: কাদের

অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে কৃষকের জনজীবন

বোরহানউদ্দিনে পুলিশের পানি ও খাবার স্যালাইন বিতরণ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ