সাগরে লঘুচাপ, সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি  

প্রকাশিত: ১৫ জুন, ২০২১ ১১:১৪:২২ || পরিবর্তিত: ১৫ জুন, ২০২১ ১১:১৪:২২

সাগরে লঘুচাপ, সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি  

সাগরে লঘুচাপ ও মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে সকাল থেকেই রাজধানীসহ ঢাকার বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।এছাড়া সারাদিনই থেমে থেমে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ মঙ্গলবার (১৫ জুন)সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূবাভাসে এমন তথ্য জানানো হয়েছে। 

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু এলকাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

অন্যদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহে ৩ নং স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

প্রজন্মনিউজ২৪/এমবি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ