কোভিড-১৯: খুলনায় আরও ৭ জন সহ মোট ২৯৫ জনের মৃত্যু

প্রকাশিত: ০৯ জুন, ২০২১ ১১:৫৩:০৫

কোভিড-১৯: খুলনায় আরও ৭ জন সহ মোট ২৯৫ জনের মৃত্যু

খুলনায় গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো মোট ২৯৫ জনের। গতকাল মঙ্গলবার (৮ জুন) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) পিসিআর ল্যাবে ২৭৯ জনের নমুনা পরীক্ষা করে ৮১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। 

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যাদের মৃত্যু হয়েছে- বাগেরহাটের মোড়লগঞ্জের কেয়ার বাজার এলাকার মৃত সাত্তার জমাদারের ছেলে মোঃ সেলিম জমাদার (৬৫), খুলনার ফুলতলা উপজেলার সাহেব আলীর ছেলে আঃ মালেক (৭৫) এবং খুলনার ফুলতলা উপজেলার বানিয়া পুকুর এলাকার মতি লালের ছেলে তুষার কান্তি (৫৮), খুলনার কয়রা উপজেলার ষোলহালিয়া গ্রামের মৃত আব্দুল লতিফের স্ত্রী আয়জান বেগম (৭৫), যশোর জেলা সদরের মৃত তবিবুর রহমান ছেলে কাজী সাইদুর রহমান (৭৪) এবং বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার বানিয়াখালি এলাকার মৃত আলকাজ উদ্দীন শিকদারের ছেলে আঃ হাই শিকদার (৮০) এবং ঝিনাইদহ জেলার পাইকপাড়ার দরবেশ আলী (৭২)। 

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) পিসিআর ল্যাবের তথ্য অনুযায়ী, ২৭৯ টি নমুনার মধ্যে ১৯৩ জনই খুলনা মহানগরী ও জেলার। এদের মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৩৯ জন, বাগেরহাট জেলার ২৬ জন, যশোর জেলার ২ জন, পিরোজপুর জেলার ২ জন, গোপালগঞ্জ ১ জন ও ঝিনাইদহ জেলার ১ জনসহ মোট ৮১ জন আক্রান্ত হয়েছেন। 

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এবং করোনা ইউনিটের ফোকালপার্সন ডাঃ সুহাস রঞ্জন হালদার জানান, মঙ্গলবার সকাল পর্যন্ত খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি ছিলেন ১২৯ জন রোগী। যাদের মধ্যে ৬৩ জন ‘রেড-জোনে’, ২৮ জন ‘ইয়োলো-জোনে’, আইসিইউতে ২০ জন এবং এইচডিইউতে ১৯ জন রোগী রয়েছেন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ রাশেদা সুলতানা বলেন, গত ৭ দিনে খুলনা বিভাগের ১০ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৯ জনের মৃত্যু হয়েছে। একই সাথে গত সাত দিনে দুই হাজার ১২০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

উল্লেখ্য, ২০২০ সালের ১৯ মার্চ চুয়াডাঙ্গায় সর্বপ্রথম খুলনা বিভাগের মধ্যে কোভিড রোগী শনাক্ত হয়। পরে ২৩ জুলাই এ সংখ্যা ১০ হাজার এবং ১২ আগস্ট ১৫ হাজার ছাড়ায়। এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি ২৫ হাজার, ৩০ মে ৩৪ হাজার, ৩ জুন ৩৫ হাজার ও ৭ জুন শনাক্তের সংখ্যা ৩৬ হাজার ছাড়ায়।  গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩৫ জন এবং এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩২ হাজার ২৬২ জন। সুস্থতার বর্তমান হার ৮৭%।

প্রজন্মনিউজ২৪/ফাহাদ

এ সম্পর্কিত খবর

গাজীপুরে চিরকুট লিখে স্বামী-স্ত্র‌ীর আত্নহত্যা

কাচিয়ায় ৭নং ওয়ার্ড উপনির্বাচনে প্রার্থীর বিরুদ্ধে জ্বিন প্রতারনা মামলার অনুসন্ধানশ্লিপ পাঠিয়েছে সিআইডি

ঘোড়াঘাটে উপজেলা পরিষদ নির্বাচনে চাপমুক্ত আওয়ামী লীগ

বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘষে নিহত ১ আহত ৩

ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ইউএসএ বাংলা সাহিত্য সম্মেলনে আসতে শুরু করেছেন দুই বাংলার কবি সাহিত্যিকগন

পঞ্চগড়ে হিট স্ট্রোকে প্রাইভেট কার চালকের মৃত্যু

বগুড়ায় আবাসিক হোটেলে অভিযান, নারীসহ আটক ১২

পার্বতীপুরে তীব্র তাপদাহ ও অনাবৃষ্টির কারণে ইস্তেস্কার নামাজ আদায়

মৎস্য মন্ত্রী বলেন দুই ভাই হত্যার জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ