ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়

প্রকাশিত: ০৪ মে, ২০২১ ১২:০৩:০৯

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়


বৈশাখের শুরু থেকেই ঝড়-বৃষ্টির দেখা নেই। গত দুই সপ্তাহ ধরে ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় দাবদাহ বয়ে যাচ্ছিল। কিন্তু বৈশাখের শেষ দিকে প্রকৃতির মেজাজ বদলাতে শুরু করে। গত তিন-চার দিন ধরে দেশের কোথাও কোথাও ঝড়-বৃষ্টি হচ্ছে। গত ২৮ এপ্রিল ও গত ২ মে রাতে ঢাকার ওপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী। গতকাল ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় হয়েছে। ঝড়ের সঙ্গে ভারি বর্ষণও হয়েছে। এতে গরমে হাসফাঁস করা জনজীবনে স্বস্তি এসেছে।

সোমবার (৩ মে) রাত ১২টা ৪০ মিনিটের দিকে এ ঝড় শুরু হয়। এর আগে গত রাতেও ঢাকায় ঝড়বৃষ্টি হয়েছে। এ দিন ঢাকার ওপর দিয়ে ২০ মিনিট তীব্র বেগে বয়ে যায় কালবৈশাখী।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুর রহমান রাত সোয়া ১টায় বলেন, রাত পৌনে ১২টা থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হয়ে ২০ মিনিট তীব্র ছিল। বজ্রপাতের সঙ্গে ঝড়টি বেশ শক্তিশালী ছিল। এরপর ঝড় কিছুটা কমেছে, বেড়েছে বৃষ্টি। তবে ঝড়ের গতিবেগ তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি। ঝড়ে দেশের কোথাও ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

বিভিন্ন স্থানে ঝড় শুরু এবং শেষ হয়ে যাওয়ার পর রাত ১টা ১৩ মিনিটে আবহাওয়া অধিদপ্তর তাদের ফেসবুক পেইজে জানিয়েছে, ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, মাদারীপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, ঝিনাইদহ, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, বরিশাল, ভোলা, নোয়াখালী, জামালপুর, শেরপুর ও এর নিকটবর্তী অঞ্চলসমূহ দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্মুখীন হতে যাচ্ছে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

রাত দেড়টার দিকে আবহাওয়া অধিদপ্তরে ফোন করেও এর বেশি তথ্য পাওয়া যায়নি। রাত ৩টায় ঝড়ের গতিবেগ ও বৃষ্টির পরিমাণ জানানো হবে বলে জানান আবহাওয়াবিদ শাহীনুর রহমান।

মধ্যরাতে ঢাকা, গাজীপুর, চাপাইনবাগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় ঝড় হওয়ার খবর পাওয়া গেছে। ঝড়ে আমের ক্ষতি হয়েছে। কোথাও কোথাও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া বড় ধরণের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।#

প্রজন্মনিউজ২৪/ফাহাদ

এ সম্পর্কিত খবর

প্রচণ্ড গরমে দিনের পরিবর্তে রাতে কাজ করবে ফ্যাক্টরির শ্রমিকরা

জাতীয় পার্টির ভবিষ্যৎ অন্ধকার: কাজী ফিরোজ

২০২২-২৩ অর্থবছরে আমদানি কমেছে ১৫.৪৯ শতাংশ

ইউএসএ বাংলা সাহিত্য সম্মেলন-২৪

এলাকার রেজান আলীর প্রতারণার ফাঁদে ফারুক মিয়া

বাংলাদেশের চিকিৎসাসেবায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৭ ডিগ্রি

উপজেলা নির্বাচনে এমপি-মন্ত্রীরা প্রভাব ফেলতে পারেন

কাচিয়ায় ৭নং ওয়ার্ড উপনির্বাচনে প্রার্থীর বিরুদ্ধে জ্বিন প্রতারনা মামলার অনুসন্ধানশ্লিপ পাঠিয়েছে সিআইডি

বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘষে নিহত ১ আহত ৩

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ