পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন

মমতাকে পদত্যাগের জন্য প্রস্তুত থাকতে বললেন অমিত শাহ

প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২১ ১০:১১:৪১

মমতাকে পদত্যাগের জন্য প্রস্তুত থাকতে বললেন অমিত শাহ

শনিবার (১০ এপ্রিল) ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার চতুর্থ দফার ভোট গ্রহণ শুরু হয়। হামলা-সংঘর্ষের মধ্য দিয়েই শুরু হয় ভোট গ্রহণ। নির্বাচনে হামলা-সহিংসতায় চার জন নিহতের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি তুলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রবিবার (১১ এপ্রিল) রাজ্যের বসিরহাট দক্ষিণে দলীয় নির্বাচনী প্রচারণায় এসে এক জনসভায় তিনি এ কথা বলেন। পশ্চিমবঙ্গে চলমান বিধানসভা নির্বাচনে গত শনিবার চতুর্থ দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ভারতের উত্তরবঙ্গে কাঠগড়ায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গুলিতে চারজন নিহত হয় বলে জানা যায়। সিআরপিএফের গুলিতে মৃত্যু হয়েছে বলে জানায় নির্বাচন কমিশন। এছাড়া জোড়পাটকিতে গুলির ঘটনায় আরও চার জন আহত হয়। এ ঘটনায় চতুর্থ দফার নির্বাচনের দিন জনসভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী। বলেন, ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ করা উচিত।

এদিকে রোববার বসিরহাট দক্ষিণের সভা থেকে পদত্যাগের প্রসঙ্গ তুলে চারজনের মৃত্যুর বিষয়ে অমিত শাহ বলেন, দিদি কেন্দ্রীয় বাহিনীকে ঘেরা করার জন্য উৎসাহ দিয়েছিলেন। তাই তো ৪ জন মানুষের মৃত্যু হয়েছে। ওই দিন সকালে ওই বিধানসভা এলাকাতেই এক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছিল। কিন্তু এ নিয়ে কিছুই বলেননি দিদি।

স্বরাষ্ট্র মন্ত্রীঅমিত শাহ বসিরহাটের সভা থেকে আত্মবিশ্বাসের সঙ্গে বিজেপি-র ২০০ আসন পাওয়ার কথা ঘোষণা করে বলেন, এখানে একটা অনুরোধ করতে এসেছি। দিদি ১০ বছর শাসন করেছেন। তাকে এখন ছোটখাটো বিদায় অভ্যর্থনা জানানো উচিত। আপনারা বিজেপি-কে ২০০ আসন দিন, আর সেটাই হবে দিদির বিদায় উপহার।

অন্যদিকে, শনিবার শিলিগুড়িতে দলের নির্বাচনী সভায় মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করে ভারতের প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদি বলেছেন, কীভাবে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে ঘেরাও করতে হয়, তাদের পেটাতে হয় এবং বুথে হামলা করতে হয় তা নিজ কর্মীদের ট্রেনিং দিয়ে শেখাচ্ছেন দিদি।

রাজ্যে চলমান বিধানসভা নির্বাচনে আরো চার ধাপের ভোটগ্রহণ বাকি রয়েছে। আর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে আগামী ২ মে। ওইদিন জানা যাবে, মমতা বন্দোপাধ্যায় টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় থাকছেন নাকি প্রথমবারের মতো বাংলা দখল করতে চলেছে কেন্দ্র ক্ষমতায় থাকা বিজেপি।#

প্রজন্মনিউজ২৪/ফাহাদ

এ সম্পর্কিত খবর

বাংলাদেশের চিকিৎসাসেবায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৭ ডিগ্রি

উপজেলা নির্বাচনে এমপি-মন্ত্রীরা প্রভাব ফেলতে পারেন

গাজীপুরে চিরকুট লিখে স্বামী-স্ত্র‌ীর আত্নহত্যা

ঘোড়াঘাটে উপজেলা পরিষদ নির্বাচনে চাপমুক্ত আওয়ামী লীগ

ইউএসএ বাংলা সাহিত্য সম্মেলনে আসতে শুরু করেছেন দুই বাংলার কবি সাহিত্যিকগন

পঞ্চগড়ে হিট স্ট্রোকে প্রাইভেট কার চালকের মৃত্যু

মৎস্য মন্ত্রী বলেন দুই ভাই হত্যার জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে

তীব্র গরমে ঢাকার বাতাসের কী খবর

হাবিপ্রবি সংশ্লিষ্ট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ