চাঁদপুর পুলিশি অভিযানে ২ শতাধিক বখাটের চুল কর্তন

প্রকাশিত: ০৩ মার্চ, ২০২১ ১০:২৭:২৯

চাঁদপুর পুলিশি অভিযানে ২ শতাধিক বখাটের চুল কর্তন

জেলা প্রতিনিধি (আব্দুল কুদ্দুছ): চাঁদপুর শহর পুরান বাজারে অভিভাবক, স্কুল কলেজে পড়ুয়া ছাত্রী ও এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে বখাটে-ইভটিজারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন পুরান বাজার পুলিশ ফাঁড়ি।

গত ৭ দিন যাবত সতর্কতার অংশ হিসেবে বখাটে ইভটেজারদের বড় ও রঙিন চুল কর্তন করছেন পুলিশ। এ পর্যন্ত প্রায় ২ শতাধিক বখাটেদের বড় ও রঙিন চুল কর্তন করা হয়। এসময় বখাটেদের অভিভাবকদেরকে সন্তানের ওপর নজর রাখতে ফাঁড়িতে ডেকে এনে সর্তক করে দেন পুলিশ।

পুরানবাজার পুলিশ ফাঁড়ির অর্থায়নে পুরান বাজারের বিভিন্ন সেলুনে বড় চুল ছোট ও রঙিন চুল কালো করা হচ্ছে। এ ব্যপারে পুরানবাজারের এক অভিভাবক জানান, আমার ছেলে আমার কথা শুনে না। সে চুল কালার করেছে। চুলের জন্য তার চেহারা দেখা যায় না। তাকে চুল কাটতে বললে সে গালমন্দ করে। তাই ফাঁড়িতে মৌখিক অভিযোগ করেছি।

এ ব্যাপারে পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, বখাটে-ইভটেজারদের বিরুদ্ধে পুরানবাজার পুলিশ ফাঁড়ির অভিযান অব্যাহত রয়েছে। কিছু কিছু উঠতি বয়সি কিশোর রোমিও সাজতে বড় বড় চুল রেখে রঙিন কালার করে বাজে আড্ডা দেওয়া, ইভটিজিং করা সহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পরছে।

এসব বখাটেদের ব্যপারে অভিভাবক, স্কুল কলেজ পড়ুয়া ছাত্রী ও এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে নিজেদের অর্থায়নে প্রায় ২ শতাধিক জনের চুল ছোট করে দেয়া হয়েছে। এটা সর্তকতামূলক ভাবে করা হয়েছে। সন্ধ্যার পর কোন শিক্ষার্থী ও উঠতি বয়সি কিশোরকে রাস্তায় পেলে ব্যবস্থা নেওয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।#

প্রজন্মনিউজ২৪/ফাহাদ
 

এ সম্পর্কিত খবর

তীব্র গরমে ঢাকার বাতাসের কী খবর

হাবিপ্রবি সংশ্লিষ্ট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাঁচবে হাজারও কোটি টাকার সম্পদ

সরদার পাড়া দারুল কোরআন মডেল মাদ্রাসার পরিক্ষার ফল প্রকাশ

৭ দাবিতে কুবি’র তিন দপ্তরে শিক্ষক সমিতির তালা

চলতি বছর পবিত্র হজ্জ পালনের অনুমতি দেওয়া শুরু করেছে সৌদি আরব

ইসরায়েল থেকে বিনিয়োগ প্রত্যাহারের দাবিতে মার্কিন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ

বশেমুরবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ