বাংলাদেশ লিজেন্ডসের অধিনায়ক সুজন

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী, ২০২১ ০৩:০৬:৫৫

বাংলাদেশ লিজেন্ডসের অধিনায়ক সুজন

ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে বাংলাদেশ লিজেন্ডসের নেতৃত্ব দেবেন খালেদ মাহমুদ সুজন।

টুর্নামেন্টে নতুন দল হিসেবে যুক্ত হচ্ছে বাংলাদেশ লিজেন্ডস ও ইংল্যান্ড লিজেন্ডস

এছাড়া বাকি দলগুলো হলো- দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। তবে করোনা মহামারির কারণে টুর্নামেন্টে খেলবে না অস্ট্রেলিয়া লিজেন্ডস।

জাতীয় দলের সাবেক অধিনায়ক সুজন ছাড়াও বাংলাদেশ দলে আরও আছেন- মোহাম্মদ রফিক, জাভেদ ওমর বেলিম, খালেদ মাসুদ পাইলট, রাজিন সালেহ, মেহরাব হোসেন অপি, নাফিস ইকবাল, হান্নান সরকার, আব্দুর রাজ্জাক, আফতাব আহমেদ, মুশফিকুর রহমান, মোহাম্মদ শরিফ, আলমগীর কবির।

একই সঙ্গে ইংল্যান্ড লিজেন্ডসেরও দল ঘোষণা করা হয়েছে। দলের নেতৃত্বে থাকবেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন। ব্রিটিশ কিংবদন্তিদের স্কোয়াডে রয়েছেন মন্টি পানেসার, নিক কম্পটন, জেমস ট্রেডওয়েল, জোনাথন ট্রট, রায়ান সাইডবটম, ম্যাথিউ হগার্ডের মতো তারকারা।

আগামী ৫ মার্চ থেকে শুরু হচ্ছে ১৭ দিনের এই টুর্নামেন্ট। গ্রুপ পর্বের খেলা চলবে ১৬ মার্চ পর্যন্ত। ১৭ মার্চ প্রথম সেমিফাইনাল, ১৯ মার্চ দ্বিতীয় সেমিফাইনাল ও ২১ মার্চ অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। সবগুলো ম্যাচই শুরু হবে ভারতের স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় অর্থাৎ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

টুর্নামেন্টের সবগুলো ম্যাচ রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

প্রজন্মনিউজ২৪/নাজমুল

এ সম্পর্কিত খবর

২০২২-২৩ অর্থবছরে আমদানি কমেছে ১৫.৪৯ শতাংশ

বাংলাদেশের চিকিৎসাসেবায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৭ ডিগ্রি

উপজেলা নির্বাচনে এমপি-মন্ত্রীরা প্রভাব ফেলতে পারেন

ইউএসএ বাংলা সাহিত্য সম্মেলনে আসতে শুরু করেছেন দুই বাংলার কবি সাহিত্যিকগন

পার্বতীপুরে তীব্র তাপদাহ ও অনাবৃষ্টির কারণে ইস্তেস্কার নামাজ আদায়

মৎস্য মন্ত্রী বলেন দুই ভাই হত্যার জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে

যেকোনো উপায়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি: কাদের

যুদ্ধকে ‘না’ বলুন, সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করুন: প্রধানমন্ত্রী

তীব্র গরমের মধ্যেই শিলাবৃষ্টির আভাস

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ