আ.লীগ নেতাকে দাওয়াতের কার্ড্ না দেওয়ায় পূজা মণ্ডপে বিশৃঙ্খলা

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২০ ০৫:১৯:৫৮

আ.লীগ নেতাকে দাওয়াতের কার্ড্ না দেওয়ায় পূজা মণ্ডপে বিশৃঙ্খলা

গাজীপুরের শ্রীপুরের কাওরাইদ ধামলই এলাকার একটি পূজা মন্ডপে আমন্ত্রণ ও আপ্যায়ন না পাওয়ায় আয়োজক কমিটির সদস্যকে লাঞ্চিত ও মন্ডপে এসে বিশৃঙ্খলা তৈরির অভিযোগ উঠেছে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন ফকিরের বিরদ্ধে। গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে অনিল দাসের বাড়িতে আয়োজিত পূজা মন্ডপে এ ঘটনা ঘটে।

মন্ডপের আয়োজক কমিটির সভাপতি ভুবেন চন্দ্র দাস জানান, পূজার দাওয়াত কার্ড নিয়ে একাধিকবার কাওরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন ফকিরের বাড়িতে গেলেও সে বাড়িতে না থাকায় তাকে দাওয়াত দেওয়া সম্ভব হয়নি। রোববার দিবাগত রাত তিনটার দিকে হারুন ফকির চার-পাঁচজন লোক নিয়ে মন্ডপে আসেন। এ সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

একপর্যায়ে আ.লীগ নেতা তাকে মারতে এগিয়ে যান, পরে তাকে ঘাড় ধরে ধাক্কা দিয়ে লাঞ্চিত করেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ‍সময় নেতা তার কর্মীদের নিয়ে মন্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন, যোগ করেন অনিল চন্দ্র দাস।

তিনি আরও বলেন, ‘হারুন ফকির আমাকে ঘাড়ে ধাক্কা দিয়ে ফেলে দেন। এমনকি লোকজন নিয়ে আমাকে মারপিট করার প্রস্তুতি নেন। পরে স্থানীয়রা এগিয়ে আসায় তারা পিছু হটেন।’

এ বিষয়ে জানতে চাইলে হারুন ফকির জানান, ‘আমি যে গাড়িতে ওখানে গিয়েছিলাম ওখানে থাকা কিছু যুবক আমার গাড়ির কাঁচ ভেঙ্গে ফেলে। এ নিয়ে আমার গাড়ির চালকের সঙ্গে বাকবিণ্ডা হলে আমি বুঝিয়ে ঘটনাস্থল থেকে চলে আসি। এখন ঘটনাটিকে পুঁজি করে হয়তো রাজনৈতিক প্রতিপক্ষগণ সুবিধা নিতে চাইছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, দাওয়াত ও আপ্যায়নকে কেন্দ্র করে কৈফিয়ত চেয়েছিলেন হারুন ফকির। এতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনাকর অবস্থার সৃষ্টি হওয়ার কথা তিনি শুনেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে এ বিষয়ে কারও কোন ধরনের অভিযোগ পাওয়া যায়নি।

প্রজন্মনিউজ২৪/ হোসাইন নূর

এ সম্পর্কিত খবর

তীব্র গরমে ঢাকার বাতাসের কী খবর

হাবিপ্রবি সংশ্লিষ্ট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাঁচবে হাজারও কোটি টাকার সম্পদ

সরদার পাড়া দারুল কোরআন মডেল মাদ্রাসার পরিক্ষার ফল প্রকাশ

৭ দাবিতে কুবি’র তিন দপ্তরে শিক্ষক সমিতির তালা

চলতি বছর পবিত্র হজ্জ পালনের অনুমতি দেওয়া শুরু করেছে সৌদি আরব

ইসরায়েল থেকে বিনিয়োগ প্রত্যাহারের দাবিতে মার্কিন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ

বশেমুরবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ