করোনার উপসর্গ নিয়ে জাবি অধ্যাপকের মৃত্যু

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২০ ০২:৪৮:১৪

করোনার উপসর্গ নিয়ে জাবি অধ্যাপকের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক মো. মনজুরুল করিম করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। গতকাল সোমবার সকালে সাভারের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. নূরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানান, বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে বাস করতেন মনজুরুল করিম। তিন-চার দিন ধরে তিনি অসুস্থতা বোধ করছিলেন। তার হালকা জ্বর ও প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল। গতকাল তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে পাঠান।

পরে সাভারের ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত কি না, তা জানতে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে দেওয়া হয়েছে।

মনজুরুল করিমের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যসহ সব শিক্ষক-শিক্ষার্থীরা।

প্রজন্মনিউজ/এম.এইচ.টি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ