ঢাবির সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিনের মৃত্যু

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২০ ১২:০২:১৮

ঢাবির সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিনের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৮ বছর। সবশেষ বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ-ইউডার উপাচার্যের দায়িত্বে ছিলেন তিনি।

তার পরিবার জানায়, হৃদরোগে আক্রান্ত হলে তাকে রাতে নেয়া হয় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে। সেখানেই ভোরে শেষনিঃশ্বাস ত্যাগ করেন এ রাষ্ট্রবিজ্ঞানী।

তার জন্ম ১৯৩২ সালের ১৫ ডিসেম্বর তৎকালীন মালদাহ, বর্তমান চাপাইনবাবগঞ্জে। শিবগঞ্জের আদিনা সরকারি ফজলুল হক কলেজ ও রাজশাহী কলেজের সাবেক ছাত্র। ছিলেন ভাষা আন্দোলন পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ছাত্রনেতা।

১৯৯২ থেকে ৯৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন। গত ৪০ বছর ধরেই তুলনামূলক রাজনীতি, প্রশাসন, পররাষ্ট্রনীতি বিষয়ে লেখালেখি করে আসছেন। প্রকাশিত বই অর্ধশত। কাজের স্বীকৃতিস্বরুপ পেয়েছেন একুশে পদকসহ দেশী বিদেশী নানা পুরস্কার ও সম্মাননা।

প্রজন্মনিউজ২৪/জহুরুল হক

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ