লকডাউন শিথিলের শর্ত কঠোরভাবে পালনের আহ্বান

প্রকাশিত: ২৮ মে, ২০২০ ১০:১৮:১২

লকডাউন শিথিলের শর্ত কঠোরভাবে পালনের আহ্বান

লকডাউন শিথিলের শর্তাবলী কঠোরভাবে পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  

তিনি বলেন, ‘জীবন ও জীবিকার মাঝে ভারসাম্য তৈরি, অর্থনীতির চাকা সচল রাখা, সামজিক শৃঙ্খলা ও সুরক্ষার স্বার্থে সরকার ইতিমধ্যে সাধারণ ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘তবে এখানেই অবশ্য পালনীয় কিছু শর্ত থাকছে। যেমন- স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব বজায় রাখা। মন্ত্রিপরিষদ বিভাগ জরুরি কিছু নির্দেশনাসহ প্রজ্ঞাপন জারি করেছে। আমি দেশবাসীকে বিশেষ করে সরকারি-বেসরকারি খাতসহ সকলকে শর্তাবলী কঠোরভাবে প্রতি পালনের অনুরোধ জানাচ্ছি।’

বৃহস্পতিবার ( ২৮ মে) এক ভিডিও বার্তায় তিনি এসব আহ্বান জানান। 

ওবায়দুল কাদের বলেন, ‘জনস্বার্থে দেয়া সরকারের এ ছাড় ফ্রি স্টাইলে অপপ্রয়োগ করলে হিতে বিপরীত হওয়ার সমূহ আশঙ্কা থেকে যায়। এখন আমাদের উচিত ধর্ম-বর্ণ, পেশা ভেদে অদৃশ্য শত্রু মোকাবেলা করা। করোনা আমাদের কারো বন্ধু নয়।। কাজেই এই সংকটকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা তোলার কৌশল হবে  আত্মঘাতি।’

তিনি বলেন, ‘করোনায় যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। যুক্তরাজ্যে সংক্রকম ও মৃতের সংখ্যা উদ্বেগ জনক পর্যায়ে। এমন পরিস্থিতিতেও যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য বিশ্বের বিভিন্ন দেশ লকডাউন শিথিল করেছে।  কোথাও কোথাও স্বাভাবিক জীবন যাত্রা শুরু করেছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ক্ষতিগ্রস্থ ১০ টি দেশের তালিকা থেকেও অর্থনীতির স্বার্থে লকডাউন শিথিল করেছে।’

গণপরিবহন চলাচলের বিষয়টি স্পষ্ট করে সড়কমন্ত্রী বলেন, ‘গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সরকার গণপরিবহন চালুর বিষয়ে ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে। আমি পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো বিআরটিএসহ বসে আলাপ-আলোচনা করে একটি পরিকল্পনা গ্রহণের অনুরোধ করছি। গণপরিবহন পরিচালনায় যাত্রী, পরিবহন চালক, শ্রমিক সুরক্ষায় সুনির্দিষ্টভাবে সিদ্ধান্ত নিতে হবে।স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।  সবাইকে মনে রাখতে হবে, এ ছাড় যেন সঙ্কটকে আরও ঘনীভূত না করে।  মালিক-শ্রমিক যাত্রীসাধারণ সকলের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।’

প্রজন্ম নিউজ/ নুর

এ সম্পর্কিত খবর

ঈদের সম্ভাব্য তারিখ জানালো আমিরাত

জেলা পরিষদে যোগদানের পরই আলাদিনের চেরাগের সন্ধ্যান

চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় শিশু দিবস উদযাপন

আজ শেষ হচ্ছে রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ

সমাজ কল্যাণ ট্রাস্ট ফান্ড এর উদ্যোগে ইফতার ও মতবিনিময় সভার আয়োজন

সুন্দরবন সংলগ্ন নদী-খাল বিষমুক্ত করতে কার্যকর পদক্ষেপ নিন

পুলিশে চাকরি দেওয়ার নাম করে ১৬ লক্ষ টাকার হাতিয়ে নেই চক্র গেপ্তার এক

আওয়ামী লীগ সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে: রিজভী

বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টির উপর নিষেধাজ্ঞা প্রতিবাদে নোবিপ্রবিতে গণ ইফতার কর্মসূচি

আজ খুলনা বিশ্ববিদ্যালয়ে কটকা দিবস

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ