করোনায় গণমাধ্যম ও সরকার একযোগে কাজ করবে

প্রকাশিত: ৩০ মার্চ, ২০২০ ১০:০০:৫১

করোনায় গণমাধ্যম ও সরকার একযোগে কাজ করবে

করোনা ভাইরাসের দুর্যোগ মোকাবেলায় সরকার ও গণমাধ্যম একযোগে কাজ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।  

তিনি বলেন, ‘করোনা দুর্যোগ মোকাবেলায় আমরা মূলধারার মিডিয়ার সহযোগিতা চেয়েছি। আমরা একমত হয়েছি যে, এ সময় জনগণকে আতঙ্কিত করা মোটেও সমুচীন নয়।  বরং জনগণকে সতর্ক করা প্রয়োজন। এই সংকটময় মুহূর্তে আমাদের কি করা দরকার,  সরকারের কি করা দরকার,  ভবিষ্যতে কি করা দরকার, এই গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।’

সোমবার (৩০ মার্চ) ঢাকায় তথ্যমন্ত্রী তার মিন্টু রোডের সরকারি বাসভবনে গণমাধ্যম নেতৃবৃন্দের সাথে বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান। 

হাছান মাহমুদ বলেন, ‘বৈশ্বিক দুর্যোগের সময়, আমাদের দেশে এই কারণে ভাইরাস থেকে মুক্ত থাকেনি। সমগ্র পৃথিবীর আজকে আক্রান্ত। এই পরিস্থিতির প্রেক্ষাপটে, আমরা সংবাদপত্র ওনার্স অ্যাসোসিয়েশন এবং টেলিভিশন মালিকদের সংগঠন এ্যাটকো ডিরেক্টরস গিল্ড, সম্পাদক পরিষদ এই চারটি সংগঠনের সাথে আমরা আলোচনা করেছি।  এই দুর্যোগ মোকাবেলা করার ক্ষেত্রে, গণমাধ্যমের একটা বিরাট ভূমিকা রয়েছে, মানুষকে অবহিত করা।’

তথ্যমন্ত্রী বলেন, ‘মানুষকে সতর্ক করা এবং সঠিক চিত্র তুলে ধরা, সার্বিকভাবে গণমাধ্যমে ব্যাপক গুরুত্বপূর্ণ। সেটি যাতে আমরা সরকার, গণমাধ্যম এক সাথে কাজ করে এই সংকট উত্তরণে আমরা যাতে সবাই একযোগে কাজ করতে পারি। সে বিষয়টি আলোচিত হয়েছে। এবং সবাই ঐক্যমতে পৌঁছছি আমরা। আমরা অবশ্যই এই বৈশ্বিক  দুর্যোগের সময় সংকটময় মুহূর্তে আমরা একযোগে কাজ করব। ’

তিনি বলেন, ‘আমাদের দেশে অতীতে আমরা দেখেছি, বিভিন্ন সময় নানা ধরনের গুজব রটানো হয়। কিছু ভুয়া অনলাইন পোর্টাল থেকে নানা ধরনের ভুয়া সংবাদ পরিবেশন করা হয়। মানুষকে আতঙ্কিত করার জন্য অনেক ধরনের সংবাদ পরিবেশিত হয়। এই ধরনের সংবাদ পরিবেশন করে সেটির বিরুদ্ধে যাতে করে আমাদের মূলধারার মিডিয়াগুলো সেগুলো ভূমিকা রাখতে, রাখছে। আরও কীভাবে জোরালো ভূমিকা রাখা যায়। যারা এধরনের কাজ করবে তাদেরকে  চিহ্নিত করে সরকার ব্যবস্থা নিচ্ছে।’

প্রজন্মনিউজ২৪/নুর

এ সম্পর্কিত খবর

তীব্র গরমে ঢাকার বাতাসের কী খবর

হাবিপ্রবি সংশ্লিষ্ট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাঁচবে হাজারও কোটি টাকার সম্পদ

সরদার পাড়া দারুল কোরআন মডেল মাদ্রাসার পরিক্ষার ফল প্রকাশ

৭ দাবিতে কুবি’র তিন দপ্তরে শিক্ষক সমিতির তালা

চলতি বছর পবিত্র হজ্জ পালনের অনুমতি দেওয়া শুরু করেছে সৌদি আরব

ইসরায়েল থেকে বিনিয়োগ প্রত্যাহারের দাবিতে মার্কিন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ

বশেমুরবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ