যুগ্ম-সচিব হলেন ১৩৬ কর্মকর্তা

প্রকাশিত: ১৭ জুন, ২০১৯ ১২:১৯:০৫

যুগ্ম-সচিব হলেন ১৩৬ কর্মকর্তা

প্রশাসনে ১৩৬ জন উপ-সচিব ও সমমর্যাদার কর্মকর্তাকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আলাদা তিনটি আদেশ জারি করেছে।

নিয়মানুযায়ী, পদোন্নতি দিয়ে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন ১২ জন জেলা প্রশাসক। আলাদা আদেশে তাদের বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে। অন্য এক আদেশে পদোন্নতির আগে যে জেলার ডিসির দায়িত্বে ছিলেন তাকে ওই জেলায় ইনসিটু পদায়ন করা হয়েছে।

জানা গেছে, পদোন্নতি প্রাপ্তদের মধ্য থেকে ৪৬ জন ১৭তম ব্যাচের। বাকিরা পদোন্নতি বঞ্চিত বিভিন্ন ব্যাচের কর্মকর্তা।

টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকারের প্রথম বছর প্রশাসনের উচ্চ পর্যায়ে এটাই প্রথম বড় পদোন্নতির আদেশ।

গত বছরের ২১ ফেব্রুয়া‌রি ৩৯১ জনকে যুগ্মসচিব এবং গত ২৯ অগাস্ট ১৫৪ জনকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। এছাড়া গত বছরের ২০ সেপ্টেম্বর ১৫৪ জন এবং ২৫ অক্টোবর ২৫৬ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেয় সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অতিরিক্ত সচিব পদেও পদোন্নতি দেওয়া হতে পারে। এরপর উপসচিব পদে পদোন্নতি দেওয়া হতে পারে।

 

এ সম্পর্কিত খবর

আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে সমস্যার সমাধান হবে না: আব্দুস সালাম

বাংলাদেশের চিকিৎসাসেবায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৭ ডিগ্রি

এক মিনিটেই তাদের বিসিএসের স্বপ্নভঙ্গ

উপজেলা নির্বাচনে এমপি-মন্ত্রীরা প্রভাব ফেলতে পারেন

কাচিয়ায় ৭নং ওয়ার্ড উপনির্বাচনে প্রার্থীর বিরুদ্ধে জ্বিন প্রতারনা মামলার অনুসন্ধানশ্লিপ পাঠিয়েছে সিআইডি

ঘোড়াঘাটে উপজেলা পরিষদ নির্বাচনে চাপমুক্ত আওয়ামী লীগ

ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

মৎস্য মন্ত্রী বলেন দুই ভাই হত্যার জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে

হাবিপ্রবি সংশ্লিষ্ট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ