চবির উপাচার্য হচ্ছেন অধ্যাপক আবু তাহের

প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৪ ০২:৫১:২৫ || পরিবর্তিত: ১৯ মার্চ, ২০২৪ ০২:৫১:২৫

চবির উপাচার্য হচ্ছেন অধ্যাপক আবু তাহের

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হতে যাচ্ছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) সদস্য, চবি ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক অধ্যাপক ড:মো:আবু তাহের।ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক তথ্যটি নিশ্চিত হয়। খুব শীগ্রই এ বিষয়ে জারি হতে পারে প্রজ্ঞাপন।

বিভিন্ন অনিয়ম ও বিতর্কিত বিষয়ের জন্য চবির বর্তমান উপাচার্য ড: শিরীণ আখতার যথেষ্ট সমালোচিত হয়েছেন। গত বছরের ৩ নভেম্বর তিনি তার চারবছরের মেয়াদ সম্পূর্ণ করেন।

অধ্যাপক ড:মো:আবু তাহেরের জন্মস্থান চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। সেখানের কাঞ্চনা হাইস্কুল মাধ্যমিকের পর চট্টগ্রাম কলেজে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন তিনি। এরপর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, দক্ষিণ কোরিয়ার ইনহা, যুক্তরাষ্ট্রের টেক্সাসের এ এ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ে থেকে উচ্চতর শিক্ষা এবং গবেষণা সম্পন্ন করেন। 

কর্মজীবনের শুরুতে তিনি চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের শিক্ষক হিসেবে যোগদান করেন। তারপর ১৯৯৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক হিসেবে নিযুক্ত হন।


  প্রজন্মনিউজ২৪/আরা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ