নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে শাহবাগ অবরোধ

প্রকাশিত: ১৪ জানুয়ারী, ২০২০ ০৬:৫৯:০২ || পরিবর্তিত: ১৪ জানুয়ারী, ২০২০ ০৬:৫৯:০২

নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে শাহবাগ অবরোধ

ভোটের তারিখ পরিবর্তনের দাবিতে রাজধানীর শাহবাগে অবরোধ করে রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনতিবিলম্বে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটের তারিখ পরিবর্তন করার দাবিতে তারা এ অবরোধ কর্মসূচি পালন করছেন।

 আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকালে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকশ সাধারণ শিক্ষার্থী। এতে আশেপাশের সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট।

আন্দোলনকারীরা জানান, সরস্বতী পূজা ও সিটি নির্বাচনের তারিখ একই দিন হওয়ায় তারা শাহবাগ মোড় অবরোধ করেছেন। ভোটের তারিখ পরিবর্তন না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন। বিকাল পৌনে ৫টায় এ রিপোর্ট লেখার সময় অবরোধ চলছিল। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ এলাকা মোড় ঘিরে রেখেছে।

এর আগে দুপুরে সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনের জন্য করা রিট খারিজ করে দেন হাইকোর্ট। এতে ৩০ জানুয়ারি নির্বাচনে আর কোনো বাধা থাকছে না। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রানা দাস গুপ্ত ও রিটকারী অ্যাডভোকেট অশোক কুমার ঘোষ। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম। তৌহিদুল ইসলাম বলেন, রিট খারিজ হওয়ায় আগামী ৩০ জানুয়ারি ওই নির্বাচন অনুষ্ঠিত হতে বাধা নেই।

সরস্বতী পূজার কারণে ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণের নির্ধারিত তারিখ পেছানোর জন্য রিট করেছিলেন আইনজীবী অশোক কুমার ঘোষ।

প্রজন্মনিউজ২৪/রেজাউল

এ সম্পর্কিত খবর

উপজেলা নির্বাচনে এমপি-মন্ত্রীরা প্রভাব ফেলতে পারেন

কাচিয়ায় ৭নং ওয়ার্ড উপনির্বাচনে প্রার্থীর বিরুদ্ধে জ্বিন প্রতারনা মামলার অনুসন্ধানশ্লিপ পাঠিয়েছে সিআইডি

ঘোড়াঘাটে উপজেলা পরিষদ নির্বাচনে চাপমুক্ত আওয়ামী লীগ

মৎস্য মন্ত্রী বলেন দুই ভাই হত্যার জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাঁচবে হাজারও কোটি টাকার সম্পদ

সরদার পাড়া দারুল কোরআন মডেল মাদ্রাসার পরিক্ষার ফল প্রকাশ

৭ দাবিতে কুবি’র তিন দপ্তরে শিক্ষক সমিতির তালা

ইসরায়েল থেকে বিনিয়োগ প্রত্যাহারের দাবিতে মার্কিন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

পঞ্চগড়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন'২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ