ওমানে বাংলাদেশের জয়

প্রকাশিত: ০৮ নভেম্বর, ২০১৯ ০৩:৩৮:০৮

ওমানে বাংলাদেশের জয়

কাতার বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে আগামী ১৪ নভেম্বর ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে গতকাল বৃহস্পতিবার স্থানীয় লিগের দল মাসকট ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছেন জামাল ভূঁইয়ারা। তাতে ৩-১ গোলের ব্যবধানে জিতেছেন তারা। ম্যাচের শুরুটা দারুণ করে বাংলাদেশ। ১২ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন নাবীব নেওয়াজ।

তবে প্রথমবার এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ থাকেনি অতিথিদের। ৫ মিনিট পরই পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে গোল পরিশোধ করে মাসকট। এতে সমতায় ফেরেন স্বাগতিকরা। পরে আক্রমণ-পাল্টা আক্রমণে এগিয়ে চলে খেলা। ফের এগিয়ে যায় বাংলাদেশ। ২৮ মিনিটে নিশানাভেদ করেন মিডফিল্ডার বিপলু আহমেদ। এতে ২-১ ব্যবধান নিয়ে বিরতিতে যায় লাল-সবুজের দল।

দ্বিতীয়ার্ধে ফিরেও ছন্দ ধরে রাখে বাংলাদেশ। ৬৫ মিনিটে মাসকটের জালে বল জড়ান তৌহিদুল আলম সবুজ। এতে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন জেমি ডের শিষ্যরা। বাকি সময়ে আর কোনো দলই গোলমুখ খুলতে পারেনি। ফলে ৩-১ ব্যবধানে জয় মাঠ ছাড়েন জামালরা।

উল্লেখ্য,আগামী ১৪ নভেম্বর দেশটির আল সিব স্টেডিয়ামে হবে বাংলাদেশ-ওমান ম্যাচ।সদ্য শক্তিশালী ভারতকে তাদের মাটিতেই রুখে দিয়েছেন সাদ উদ্দিনরা। আরেকটি আনন্দের উপলক্ষ এনে দেবেন তারা-এমনটাই বিশ্বাস করেন দেশের ফুটবল অনুরাগীরা।

প্রজন্মনিউজ২৪/মামুন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ