প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ আদায়ের চেষ্টায় আটক ৪

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০১৯ ০৬:৫৫:২৯

প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ আদায়ের চেষ্টায় আটক ৪

খুলনায় প্রেমের ফাঁদে ফেলে এক ব্যক্তিকে জিম্মি করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময়ে ‌ওই চক্রের দুই সদস্য পালিয়ে যায়।

বুধবার (১৬ অক্টোবর) রাত ১০ টার দিকে মহানগরীর লবণচরার থানাধীন মােহাম্মদীয়াপাড়ার আমতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এময়ে ওই অপহরণের শিকার এক ব্যক্তি উদ্ধার করা হয়। অপহৃত ইয়ামিন শেখ (২৮) বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা এলাকার মােঃ মতি শেখের ছেলে।

গ্রেফতারকৃতরা হলেন, মােঃ মঞ্জু শেখ (৫০) লবণচরার আমতলা এলাকার নওয়াব আলীর ছেলে, মােঃ রুহুল আমিন গাজী (৪৫) লবণচরার মােহাম্মদীয়াপাড়া বাজার এলাকার সুলতান গাজীর ছেলে, আছিয়া বেগম (৩২) সাতক্ষীরা আটুলিয়া গ্রামের আব্দুল আজিজের স্ত্রী ও নাজমিন (২২) লবনচরার সামসু মাতুব্বরের মিল এলাকার মােক্তার হােসেনের স্ত্রী। পালিয়ে যাওয়া অপহরকারীরা হলেন, মােঃ মােশারফ হােসেন (৬০) ও মােঃ লিটন। তারা লবনচরার মোহাম্মাদিয়া বাজার এলাকার বাসিন্দা।

লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজীদ আকন জানান, এক মাস আগে অপহৃত ইয়ামিনের সাথে অপহরকারী নাজমিনের পরিচয় হয়। তারা নাজমিনকে দিয়ে ফাঁদ পেতে ইয়ামিনকে অপহরণ করে মুক্তিপন আদায়ের পরিকল্পনা করে। পরে ১৬ অক্টোবর ইয়ামিনকে বাগেরহাট রামপাল থেকে ফুঁসলিয়ে মােহাম্মদীয়াপাড়ায় আনে। এরপর তারা আমতলা মহিলা মাদ্রাসার একটি পরিত্যাক্ত রুমে নিয়ে হাত বেধে মারধর করে ইয়ামিনের নিকট দুই লক্ষ টাকা মুক্তিপন দাবি করে। মুক্তিপন পরিশােধের জন্য ইয়ামিনের আত্মীয়ের নিকট একটি বিকাশ নম্বর প্রদান করে। খবর পেয়ে রাত ১০ তার দিকে গিয়ে পুলিশ তাকে উদ্ধার করে। একই সাথে চার অপহরণকারীকেও গ্রেফতার করতে পেরেছে।

এ সময় ওই চক্রে মােশারফ ও লিটন পলিয়ে যায়। জিজ্ঞাসাবাদে জানা যায় তারা একটি পেশাদার অপহণকারী চক্র। তারা দীর্ঘদিন যাবৎ নারী দিয়ে বিভিন্ন লােককে ফাঁসিয়ে আটক করে মুক্তিপন আদায় করে আসছে। এ ঘটনায় লবণচরা থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলে জানান ওসি।

প্রজন্মনিউজ২৪/নাবিল

এ সম্পর্কিত খবর

তীব্র গরমে ঢাকার বাতাসের কী খবর

হাবিপ্রবি সংশ্লিষ্ট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাঁচবে হাজারও কোটি টাকার সম্পদ

সরদার পাড়া দারুল কোরআন মডেল মাদ্রাসার পরিক্ষার ফল প্রকাশ

৭ দাবিতে কুবি’র তিন দপ্তরে শিক্ষক সমিতির তালা

চলতি বছর পবিত্র হজ্জ পালনের অনুমতি দেওয়া শুরু করেছে সৌদি আরব

ইসরায়েল থেকে বিনিয়োগ প্রত্যাহারের দাবিতে মার্কিন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ

বশেমুরবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ