কুর্দিদের রক্ষা করার দায়িত্ব বাশার আল আসাদের: ট্রাম্প

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০১৯ ১২:০০:০৩

কুর্দিদের রক্ষা করার দায়িত্ব বাশার আল আসাদের: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কুর্দিদের রক্ষা করার ব্যাপারে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবং তার দেশকে দায়িত্ব নিতে হবে। সাত হাজার মাইল দূর থেকে এ দায়িত্ব আমেরিকার পক্ষে নেয়া সম্ভব নয় বলে ট্রাম্প মন্তব্য করেছেন।

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কুর্দি গেরিলাদের বিরুদ্ধে যখন তুরস্ক সামরিক অভিযান চালাচ্ছে তখন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প এসব কথা বললেন। তিনি বলেন, “সিরিয়া এবং আসাদকে কুর্দিদের রক্ষা করতে দিন। আমি আমার জেনারেলদেরকে বলেছি, আমরা কেন সিরিয়ার যুদ্ধে যাবো এবং শত্রুর দেশকে রক্ষা করব?”

গতকাল (সোমবার) ডোনাল্ড ট্রাম্প টুইটার পোস্টে একথা বলেছেন।তিনি ওই পোস্টে আরো বলেন, যারা সিরিয়ার কুর্দিদেরকে রক্ষার জন্য সাহায্য করতে চাই তারা খুব ভালো কথা বলছে- তা সে রাশিয়া হোক, চীন হোক অথবা নেপোলিয়ান বোনাপার্ট। আমি আশা করি তারা সবাই এই মহান কাজটি করবে। আমরা সাত হাজার মাইল দূর থেকে এটা পারবো না।”

ডোনাল্ড ট্রাম্প আবারো প্রশ্ন তোলেন কেন তার প্রশাসন বাশার আসাদের মতো শত্রুর দেশকে রক্ষা করতে যাবে? কুর্দিদের বিরুদ্ধে তুরস্কের সামরিক অভিযান শুরুর পর যখন ডোনাল্ড ট্রাম্প প্রচণ্ড সমালোচনার মুখে তখন তিনি এই টুইটার বার্তা দিলেন। মার্কিন রাজনীতিবিদরা বলছেন, দীর্ঘদিন ধরে কুর্দিদেরকে সমর্থন দেয়ার পর এভাবে যুদ্ধের মুখে তাদেরকে ফেলে চলে আসা ডোনাল্ড ট্রাম্পের উচিত হয় নি।

প্রজন্মনিউজ২৪/তারেক আজিজ  

              

              

 

এ সম্পর্কিত খবর

প্রচণ্ড গরমে দিনের পরিবর্তে রাতে কাজ করবে ফ্যাক্টরির শ্রমিকরা

জাতীয় পার্টির ভবিষ্যৎ অন্ধকার: কাজী ফিরোজ

আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে সমস্যার সমাধান হবে না: আব্দুস সালাম

এলাকার রেজান আলীর প্রতারণার ফাঁদে ফারুক মিয়া

কাশ্মীর উপত্যকায় উত্তেজনা, সেনা অভিযানে একজন নিহত

বাংলাদেশের চিকিৎসাসেবায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

এক মিনিটেই তাদের বিসিএসের স্বপ্নভঙ্গ

উপজেলা নির্বাচনে এমপি-মন্ত্রীরা প্রভাব ফেলতে পারেন

গাজীপুরে চিরকুট লিখে স্বামী-স্ত্র‌ীর আত্নহত্যা

কাচিয়ায় ৭নং ওয়ার্ড উপনির্বাচনে প্রার্থীর বিরুদ্ধে জ্বিন প্রতারনা মামলার অনুসন্ধানশ্লিপ পাঠিয়েছে সিআইডি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ