প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০১৯ ১২:৩৬:৩৮

প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জিতলো বাংলাদেশ

বাংলাদেশের কোনো ক্রিকেট দল প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জয় করলো। জাতীয় দলের ক্রিকেটাররা যা পারেননি, সেই কাজটি আগেই করে দেখিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটাররা। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের কোনো ক্রিকেট দল প্রথমবারের মতো জয়ের স্বাদ পেয়েছিল।

প্রথম ম্যাচে ৬ উইকেটের জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচেও একই ব্যবধানে জিতেছিল টাইগার যুবারা। আর আজ তৃতীয় ওয়ানডেতে ৮ উইকেটের বড় ব্যবধানে জিতে তারা দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে।

রোববার (৬ অক্টোবর) লিংকনে বাংলাদেশ সময় ভোরে শুরু হওয়া ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড ফার্গুস লেলম্যানের সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ২২৩ রান করে। তিনে নামা লেলম্যান ১৩৩ বলে ৭ চার ও ৫ ছয়ে ১১৬ রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশ দলের পক্ষে ২টি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব, অভিষেক দাস ও হাসান মুরাদ। শরিফুল ইসলাম নেন ১ উইকেট।

জবাবে বাংলাদেশ দলীয় ১১ রানেই অনিক সরকারের উইকেট হারিয়ে ফেললেও দ্বিতীয় উইকেট জুটিতে তানজিদ হাসান ও মাহমুদুল হাসান জয়ের ৯০ রানের জুটিতে তা সহজেই সামলে ওঠে। ৬৪ বলে ৮ চার ও ১ ছক্কার মারে ৬৫ রান করা তানজিদ আউট হলে এই জুটি ভাঙলেও মাহমুদুল হাসান জয় এবং তৌহিদ হৃদয় তৃতীয় উইকেটে ১২৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বাংলাদেশকে বড় জয় এনে দেন। ৯৫ বলে ১৬ চার ও ১ ছয়ে ১০৩ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন আগের ম্যাচে ৯৯ রানে আউট হওয়া মাহমুদুল হাসান জয়। ৫৯ বলে ৮ চারে ৫১ রান করে অপরাজিত ছিলেন তৌহিদ হৃদয়।

প্রজন্মনিউজ২৪/রেজাউল

এ সম্পর্কিত খবর

প্রচণ্ড গরমে দিনের পরিবর্তে রাতে কাজ করবে ফ্যাক্টরির শ্রমিকরা

আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে সমস্যার সমাধান হবে না: আব্দুস সালাম

২০২২-২৩ অর্থবছরে আমদানি কমেছে ১৫.৪৯ শতাংশ

এলাকার রেজান আলীর প্রতারণার ফাঁদে ফারুক মিয়া

বাংলাদেশের চিকিৎসাসেবায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৭ ডিগ্রি

এক মিনিটেই তাদের বিসিএসের স্বপ্নভঙ্গ

উপজেলা নির্বাচনে এমপি-মন্ত্রীরা প্রভাব ফেলতে পারেন

ইউএসএ বাংলা সাহিত্য সম্মেলনে আসতে শুরু করেছেন দুই বাংলার কবি সাহিত্যিকগন

পার্বতীপুরে তীব্র তাপদাহ ও অনাবৃষ্টির কারণে ইস্তেস্কার নামাজ আদায়

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ