সৌদি কাউকে ছাড় দেবে না: মোহাম্মদ বিন সালমান

প্রকাশিত: ১৬ জুন, ২০১৯ ০১:২৩:১৫

সৌদি কাউকে ছাড় দেবে না: মোহাম্মদ বিন সালমান

ওমান উপসাগরে তেলবাহী দুটি ট্যাংকারে হামলার ঘটনায় ইরান জড়িত বলে অভিয এনেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

সেই সঙ্গে তিনি হুমকিস্বরূপ বলেন, তার দেশ কোন ধরনের হুমকি মোকাবিলায় দ্বিধা করবে না। খবর দ্য টাইমস অব ইসরায়েল।

শনিবার রাতে সংবাদ মাধ্যম আশরাক আল-আওসাত’কে দেয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন সৌদি যুবরাজ।সাক্ষাৎকারে যুবরাজ সালমান বলেন, আমরা এই অঞ্চলে যুদ্ধ চাই না, কিন্তু আমাদের জনগণের ওপর, সার্বভৌমত্বের ও অঞ্চলের জন্য হুমকি স্বরূপ কিছু হলে সৌদি কোনও ছাড় দিবে না।

এছাড়া সৌদি যুবরাজ আরও বলেন, তেহরানে সফররত জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সফরের প্রতি সম্মান দেখায়নি ইরান।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওমান উপসাগরে তেলবাহী দুটি ট্যাংকারে রহস্যজনক হামলার ঘটনায় সম্পূর্ণভাবে ইরান দায়ী বলে মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ইরান এটা করেছে। আপনারা জানেন তারাই এটি করেছে কারণ আপনারা নৌযানটি দেখেছে। আমি ধারণা করছি মাইনগুলোর একটি বিস্ফোরিত হয়নি। আর এটি তাদের সরিয়ে ফেলা জরুরি ছিল। কারণ এতে ইরানের নাম থাকতে পারে। এতে প্রমাণিত হয় যে এ হামলার ঘটনায় তেহরান পরোপুরি জড়িত রয়েছে।

তিনি আরও বলেন, ‘আপনারা দেখেছেন নৌযানটি রাতে মাইনটি খুলে নেয়ার চেষ্টা করছে এবং এ কাজে তারা সফলও হয়।’

প্রজন্মনিউজ২৪/নাবিল

এ সম্পর্কিত খবর

তীব্র গরমে ঢাকার বাতাসের কী খবর

হাবিপ্রবি সংশ্লিষ্ট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাঁচবে হাজারও কোটি টাকার সম্পদ

চলতি বছর পবিত্র হজ্জ পালনের অনুমতি দেওয়া শুরু করেছে সৌদি আরব

ইসরায়েল থেকে বিনিয়োগ প্রত্যাহারের দাবিতে মার্কিন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ

বশেমুরবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে কৃষকের জনজীবন

পঞ্চগড়ে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায়

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ