রকেট হামলার জবাব দিতে প্রস্তুত ইসরাইল

প্রকাশিত: ২৫ মার্চ, ২০১৯ ০৬:২৫:২২

রকেট হামলার জবাব দিতে প্রস্তুত ইসরাইল

ইসরায়েলে রকেট হামলায় সাতজন আহত হয়েছেন।এ ঘটনায় রবিবার ওয়াশিংটনে এক সংক্ষিপ্ত সফর করেছেন নেতানিয়াহু। এদিকে, ইসরায়েলে আগামী ৯ এপ্রিল ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।নেতানিয়াহু বলেন, আমি কয়েক ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করব এবং এর পরপরই আমি ইসরায়েলে ফিরে আসব অপারেশন পরিচালনার জন্য।

তিনি বলেন, দ্রুতই এ হামলার জবাব দেয়া হবে।সোমবার সকালে উত্তর তেল-আবিবে হামলার ঘটনায় ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে- এটি হামাস জঙ্গিগোষ্ঠী হামলা চালিয়েছে। গত সপ্তাহের শেষের দিকে গোলান মালভূমি ইসরায়েল অধিগ্রহণ করার পরই দেশটিতে এ হামলা চালানো হয়।ইসরায়েলি পুলিশ জানায়, ধ্বংস হওয়া বাড়ি থেকে হামলকারীদের অবস্থান ২০ কিলেমিটার দূরে।

নেতানিয়াহু বলেন, হামলার ঘটনায় আমি আমার যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করেছি। তিনি এটি 'গুরুতর হামলা' বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, ইসরায়েল দ্রুত এ হামলার জবাব দেবে।এদিকে, হামলার পর থেকে গাজার সঙ্গে পণ্য পরিবহন ও লোকজনের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ইসরায়েলি সংস্থা জানায়, এ হামলায় একটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

আহতদের মধ্যে একজন ছয় মাস বয়সী শিশু এবং তাদের ছয়জন একই পরিবারের সদস্য ছিলেন।গত বৃহস্পতিবার ট্রাম্প গোলান মালভূমিকে ইসরায়েলের বলে ঘোষণা দেন। এর পরেই ইসরায়েলে এ হামলা চালানো হলো।

প্রজন্মনিউজ২৪/মামুন

 

এ সম্পর্কিত খবর

মৎস্য মন্ত্রী বলেন দুই ভাই হত্যার জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে

চলতি বছর পবিত্র হজ্জ পালনের অনুমতি দেওয়া শুরু করেছে সৌদি আরব

ইসরায়েল থেকে বিনিয়োগ প্রত্যাহারের দাবিতে মার্কিন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন

রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ

বশেমুরবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে কৃষকের জনজীবন

নেতানিয়াহুর পদত্যাগ চান ন্যান্সি পেলোসি

মোস্তাফিজকে নিয়ে বিসিবির ভাবনা ঠিক নেই: হার্শা ভোগলে

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত জ্যামাইকার

ইউক্রেন-ইসরায়েলকে আরও ৯৫ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ