বিধ্বংসী সেঞ্চুরির মাধ্যমে অস্ট্রেলিয়া ক্রিক্রেটকে জবাব দিলেন ডেবিড ওয়ার্নার

প্রকাশিত: ১০ মার্চ, ২০১৯ ১২:৪৩:৪৫

বিধ্বংসী সেঞ্চুরির মাধ্যমে অস্ট্রেলিয়া ক্রিক্রেটকে জবাব দিলেন ডেবিড ওয়ার্নার

কনুইয়ের চোট কাটিয়ে মাঠে ফিরেই বিধ্বংসী সেঞ্চুরি হাঁকালেন অস্ট্রেলিয়া হার্ডহিটার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার।

 র‍্যান্ডউইক পিটারশ্যামের হয়ে পেনরিথের বিপক্ষে মাত্র ৭৭ বলে ১১০ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। নিউ সাউথ ওয়েলস ক্রিকেটে একদিনের ম্যাচে ৪ চারের বিপরীতে ৭ ছক্কায় বিস্ফোরক ইনিংসটি সাজান বাঁহাতি ওপেনার।

 

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে খেলতে এসে কনুইয়ের ইনজুরি নিয়ে দেশে ফেরেন ওয়ার্নার। সফল অস্ত্রোপচার শেষে কিছুদিন পুনর্বাসনে ছিলেন তিনি। পুনর্বাসন কাটিয়ে খেলায় ফিরেছেন অজি ওপেনার। ফিরেই তুলে নিলেন অনন্য শতক।

 

এ সেঞ্চুরির পর ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ওপর ক্ষোভ বাড়তে পারে ওয়ার্নার ভক্ত-সমর্থকদের। কারণ, ইনজুরি কাটিয়েও পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে তাকে বিবেচনা করেননি অস্ট্রেলীয় নির্বাচকেরা। তবে ক্রিকেটে ফিরেই অনিন্দ্যসুন্দর ইনিংস খেলে জবাব দিলেন তিনি।

 

গেল বছর মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারিতে ১ বছর করে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হন সাবেক সহ-অধিনায়ক ওয়ার্নার ও অধিনায়ক স্টিভ স্মিথ। আর ক্যামেরন ব্যানক্রফটকে ৯ মাস নিষিদ্ধ করে অস্ট্রেলীয় বোর্ড। ইতিমধ্যে তৃতীয়জনের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেছে। প্রথম দুইজনের ওপর থেকেও উঠে যাবে চলতি মাসের শেষদিকে।

 

এ মাসের শেষদিকে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ২২ মার্চ শারজায় গড়াবে প্রথম ম্যাচ। সিরিজের শেষ দুই ওয়ানডে হবে ২৯ ও ৩১ মার্চ। বিশ্লেষকরা বলছেন, অন্তত ওই দুটি ম্যাচের জন্য স্মিথ-ওয়ার্নারকে দলে রাখা যেত। আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে তাদের দলে নেয়া দরকার ছিল।

প্রজন্মনিউজ২৪/তারেক আজিজ

এ সম্পর্কিত খবর

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাঁচবে হাজারও কোটি টাকার সম্পদ

সরদার পাড়া দারুল কোরআন মডেল মাদ্রাসার পরিক্ষার ফল প্রকাশ

চলতি বছর পবিত্র হজ্জ পালনের অনুমতি দেওয়া শুরু করেছে সৌদি আরব

যেকোনো উপায়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি: কাদের

যুদ্ধকে ‘না’ বলুন, সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করুন: প্রধানমন্ত্রী

টেকনাফে ১০ কৃষক অপহরণের ঘটনায় আসামি দেলু ডাকাত আটক।

নেতানিয়াহুর পদত্যাগ চান ন্যান্সি পেলোসি

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত জ্যামাইকার

ইউক্রেন-ইসরায়েলকে আরও ৯৫ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ