ঢাকায় ইয়ার্ন-ফেব্রিকস প্রদর্শনী শুরু ২৩ জানুয়ারি

প্রকাশিত: ১৫ জানুয়ারী, ২০১৯ ১১:০৬:০১

ঢাকায় ইয়ার্ন-ফেব্রিকস প্রদর্শনী শুরু ২৩ জানুয়ারি

দেশের গার্মেন্টস খাতকে ব্রান্ডিংয়ের মাধ্যমে রফতানি বাড়ানোর লক্ষ্যে আগামী ২৩ জানুয়ারি ঢাকায় শুরু হচ্ছে চার দিনব্যাপী ইয়ার্ন অ্যান্ড ফেব্রিকস প্রদর্শনী।

সোমবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সেমস গ্লোবাল যুক্তরাষ্ট্র এবং সিসিপিআইটি টেক্স চায়না যৌথভাবে এ প্রর্দশনীর আয়োজন করেছে। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত এ প্রদর্শনীর উদ্ধোধন করবেন বাণিজমন্ত্রী টিপু মনুশি।

প্রদর্শনী প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। আগামী ২৬ জানুয়ারি প্রর্দশনী শেষ হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সেমস গ্লোবালের যুক্তরাষ্ট্র ও এশিয়া প্যাসেফিক অঞ্চলের প্রেসিডেন্ট ও গ্রুপ এমডি মেহেরুন এন ইসলাম বলেন, ১৫তম এই প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। এবারের মেলায় বিশ্বের ২২টি দেশের ৩৭০টি প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করবে। এর মাধ্যমে বাংলাদেশি উদ্যোক্তারা নতুন নতুন পণ্যের সঙ্গে পরিচিত হবে। পাশাপাশি বিদেশি ক্রেতারাও বাংলাদেশের পণ্য সম্পর্কে ধারণা পাবে। এ ছাড়া প্রদর্শনীতেই অনেক ক্রেতা পণ্যের অর্ডার দিয়ে থাকেন।

প্রর্দশনীতে যেসব পণ্য থাকবে সেগুলো হল- সব ধরনের সুতা, ডেনিম, নিটেড ফেব্রিক্স, ফ্লিস্, ইয়ার্ন অ্যান্ড ফাইবার, আর্টিফিসিয়াল লেদার, অ্যামব্রোয়ডারি, বাটন, জিপার, লিনেন ব্লেন্ডসহ অ্যাপারেল পণ্যেও বিশাল সমাহার। প্রদর্শনীটি গার্মেন্টস ভোক্তা, উদ্যোক্তা, আমদানিকারক ও সরবরাহকারীদের জন্য ওয়ান স্টপ প্লাটফর্ম হিসেবে কাজ করবে।

প্রদর্শনী পরিদর্শনের জন্য www.e-registrations.com ওয়েবসাইটের মাধ্যমে প্রি-রেজিস্ট্রেশন করা যাবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সেমস বাংলাদেশের নির্বাহী পরিচালক সৈয়দ তানভীর কামরুল, সেমস গ্লোবালের ইন্টারন্যাশনাল কো-অর্ডিনেটর আসিফ আরমান এবং সেমস বাংলাদেশের হেড অব মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন নঈম শরীফ প্রমুখ।

এ সম্পর্কিত খবর

২০২২-২৩ অর্থবছরে আমদানি কমেছে ১৫.৪৯ শতাংশ

ইউএসএ বাংলা সাহিত্য সম্মেলন-২৪

কাশ্মীর উপত্যকায় উত্তেজনা, সেনা অভিযানে একজন নিহত

বাংলাদেশের চিকিৎসাসেবায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৭ ডিগ্রি

এক মিনিটেই তাদের বিসিএসের স্বপ্নভঙ্গ

উপজেলা নির্বাচনে এমপি-মন্ত্রীরা প্রভাব ফেলতে পারেন

কাচিয়ায় ৭নং ওয়ার্ড উপনির্বাচনে প্রার্থীর বিরুদ্ধে জ্বিন প্রতারনা মামলার অনুসন্ধানশ্লিপ পাঠিয়েছে সিআইডি

ঘোড়াঘাটে উপজেলা পরিষদ নির্বাচনে চাপমুক্ত আওয়ামী লীগ

ইউএসএ বাংলা সাহিত্য সম্মেলনে আসতে শুরু করেছেন দুই বাংলার কবি সাহিত্যিকগন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ