জমি ও খাল দখল করে মাটি বিক্রি ঝুকিপূর্ণ কৃষি জমি

প্রকাশিত: ১৪ জানুয়ারী, ২০১৯ ০৫:৫৯:১৬

জমি ও খাল দখল করে মাটি বিক্রি ঝুকিপূর্ণ কৃষি জমি

মীরসরাই প্রতিনিধি : মীরসরাই উপজেলার অর্থনৈতিক জোন এলাকায় প্রসিদ্ধ বিভিন্ন খাল দখল করে মাটি বিক্রির ধূম পড়ার অভিযোগ পাওয়া গেছে। এসব খাল এতোটাই ঝুকিপূর্ণভাবে কাটা হচ্ছে যা কৃষি জমি ও পতিত হচ্ছে ঝুকির মুখে। আবার খালগুলোর তদারকি কর্তৃপক্ষ ও তাদের খাল কেউ কেটে ফেলছে তা অবহিত নয়। তবে শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে জানান পাউবো কর্তৃপক্ষ।

একাধিক অভিযোগের ভিত্তিতে সোমবার (১৪ জানুয়ারী) সরেজমিনে দেখা গেছে মীরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের গুইট্টার খাল এর দুপাশে রয়েছে তিন ফসলি ব্যাপক কৃষি জমি। কয়েকটি ড্রেজার উক্ত সরকারি মজা খাল থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে।

ড্রেজারের দায়িত্বে থাকা জনৈক বাবু (২৮) এর কাছে এই মাটি কে কাটছে জানতে চাইলে সালেক নামক স্থানীয় একটি সিন্ডিকেট মাটি কেটে পাশ্ববর্তি ইকোনোমিক জোন এর জয় কনষ্ট্রাকশন এর কাছে বিক্রয় করা হচ্ছে। এই বিষয়ে উক্ত অভিযুক্ত সালেক ( ৩২) এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা আরেকজন এর কাছ থেকে এইসব জায়গার মাটি থেকে কিনেছি। তবে জায়গা সরকারি কিনা তা চূড়ান্তভাবে বলতে পারছেন না বলেন।

মীরসরাইয়ের সহকারি কমিশনার ভূমি কায়সার খসরু এর কাছে জানতে চাইলে তিনি বলেন এই খালগুলো পাউবোর অধিনে। উনারা আইনী উদ্যোগ নিয়ে আমরা সহযোগিতা করবো। পাউবোর চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী জুলফিকার তারেক এর কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি আমি অবহিত ছিলাম। তিনি বলেন স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। একদিকে সরকারি জমি থেকে এভাবে অনুমতি বিহীন ভাবে মাটি কেটে একদিকে যেমন সরকার রাজস্ব হারাচ্ছে, অপরদিকে অপরিকল্পিত ভাবে মাটি কেটে গভীর খাদ সৃষ্টির কারনে পাশ্ববর্তি কৃষি জমিগুলো খাদে পতিত হবার হুমকীর মুখে।

কিন্তু প্রভাবশালী এইসব সিন্ডিকেট এর বিরুদ্ধে ভয়ে মুখ খুলতে পারছে না কেউ। শুধু সরকারি জায়গা থেকে জোরপূর্বক মাটি উত্তোলনই নয়। পাশ্ববর্তি ডাউরখালী খালে সম্প্রতি পাউবো কর্তৃক খাল কাটার মাটি ও চুরি করে অর্থনৈতিক জোন এলাকায় বিক্রি করেছে প্রভাবশালি সিন্ডিকেট। অর্থনৈতিক জোন এলাকায় সম্প্রতি কর্মচাঞ্চল্য বৃদ্ধি হবার পর সেখানে বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপনা নির্মানের তৎপর হয়।  আর এই সময়ে স্ব স্ব স্থাপনার জন্য মাটির প্রয়োজনীয়তা নিরসনে শুরু হয় কিছু প্রভাবশালী মহলের বরদখল তৎপরতা। সচেতন মহল মনে করেন অথনৈতিক জোন এর পরিবেশগত নিরাপত্তা নিশ্চিত করতে ও এইসব খাল সুরক্ষা জরুরী। পাশাপাশি কৃষকদের তিনফসলি জমি ও রক্ষা করতে হবে।

প্রজন্মনিউজ২৪/সানোয়ারুল/আব্দুল কাইয়ুম

এ সম্পর্কিত খবর

তীব্র গরমে ঢাকার বাতাসের কী খবর

হাবিপ্রবি সংশ্লিষ্ট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাঁচবে হাজারও কোটি টাকার সম্পদ

সরদার পাড়া দারুল কোরআন মডেল মাদ্রাসার পরিক্ষার ফল প্রকাশ

৭ দাবিতে কুবি’র তিন দপ্তরে শিক্ষক সমিতির তালা

চলতি বছর পবিত্র হজ্জ পালনের অনুমতি দেওয়া শুরু করেছে সৌদি আরব

ইসরায়েল থেকে বিনিয়োগ প্রত্যাহারের দাবিতে মার্কিন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ

বশেমুরবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ