যুবরাজের পাশে ট্রাম্প

প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০১৮ ০৩:২৬:১৬

যুবরাজের পাশে ট্রাম্প

সাংবাদিক জামাল খাশোগি খুনের পেছনে যুবরাজ মুহাম্মদ বিন সালামানের সরাসরি হাত রয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর তরফ থেকে এমন কথা বলার পরও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই যুবরাজের পক্ষেই অবস্থান নিয়েছেন।

এ দিকে গত সপ্তাহে মার্কিন সিনেটে খাশোগি হত্যার পরও নিন্দা প্রস্তাব আনা হয়েছে যেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ঘটনার নিন্দা জানানো হয়। এর আগে সিআইএ প্রধান মার্কিন কংগ্রেসে সিআইএ হত্যাকান্ডের নথি তুলে ধরেন। এর প্রেক্ষিতে খাশোগি হত্যার দায় যুবরাজ সালমানের ওপর দেয় কংগ্রেস। এ দিকে ট্রাম্প ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, যুবরাজ সালমান  সৌদি আরবের নেতা। তারা আমাদের খুবই ভালো বন্ধু।

এ সময় রয়টার্সের এক সাংবাদিক প্রশ্ন করেন সৌদি আরবের পাশে দাঁড়ানোর মানে যদি যুবরাজের পাশে দাঁড়ানো হয়? জবাবে ট্রাম্প বলেন, এ মুহূর্তে অবশ্যই তা করা হবে। ট্রাম্প আরও বলেন, ক্রাউন প্রিন্স তীব্রভাবে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন। সিআইএ প্রধান জিনা হিসপেল গত মাসে তুরস্ক সফরে গিয়েছিলেন। তুরস্কের কর্মকর্তারা খাশোগি হত্যার তথ্য সিআইএকে সরবরাহ করে। এর পর সিআইএ সরাসরি যুবরাজকে দোষারোপ করে। ওই সময়ও ট্রাম্প বলেছেন, সিআইএর মূল্যায়ন খুবই প্রাথমিক

র্প্রজন্মনিউজ২৪/আরমান হেকিম

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ