আটকা পড়েছেন মির্জা ফখরুলসহ শীর্ষ স্থানীয় নেতারা

খালেদা জিয়ার কার্যালয়ে বিক্ষুব্ধ কর্মী-সমর্থকদের হামলা

প্রকাশিত: ০৯ ডিসেম্বর, ২০১৮ ১০:২৫:৪১

খালেদা জিয়ার কার্যালয়ে বিক্ষুব্ধ কর্মী-সমর্থকদের হামলা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নবঞ্চিত কয়েকজন নেতার বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা দলটির চেয়ারপাসন খালেদা জিয়ার গুশলানের কার্যালয়ে হামলা চালিয়েছে।

শনিবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের ছোড়া ইটের আঘাতে কার্যালয়ের জানালার কাঁচ ভেঙে গেছে। এছাড়া কার্যালয়ের প্রধান ফটক ভাঙার চেষ্টাও করেছে হামলাকারীরা।

জানা গেছে, আসন্ন একাদশ সংসদ নির্বাচনে চাঁদপুরে আ ন ম এহছানুল হক মিলন, নারায়ণগঞ্জে তৈমুর আলম খন্দকার ও গোপালগঞ্জে সেলিমুজ্জামান সেলিমকে বিএনপির প্রার্থী না করায় তাদের বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা এই হামলা চালায়।

এহছানুল হক মিলন চাঁদপুর-১, তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ-১ ও সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন। এর মধ্যে চাঁদপুর-১ আসনে মোশারফ হোসেন ও গোপালগঞ্জ-১ আসনে শরফুজ্জামান জাহাঙ্গীরকে মনোনয়ন দিয়েছে বিএনপি। নারায়ণগঞ্জ-১ আসনে দলটি প্রার্থী দেয়নি।

এদিকে মনোনয়নবঞ্চিতদের কর্মী-সমর্থকদের হামলা ও বিক্ষোভে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। কার্যালয়ে আটকা পড়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ স্থানীয় কয়েকজন নেতা।

খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে হামলার আগে শনিবার দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েও বিক্ষোভ করেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এহছানুল হক মিলনের কর্মী-সমর্থকরা। এক পর্যায়ে তারা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালাও ঝুলিয়ে দেন। পরে ১২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে খুলে দেওয়া হয় তালা।

প্রজন্মনিউজ২৪/নিরব

এ সম্পর্কিত খবর

আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে সমস্যার সমাধান হবে না: আব্দুস সালাম

এলাকার রেজান আলীর প্রতারণার ফাঁদে ফারুক মিয়া

বাংলাদেশের চিকিৎসাসেবায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

ঘোড়াঘাটে উপজেলা পরিষদ নির্বাচনে চাপমুক্ত আওয়ামী লীগ

মৎস্য মন্ত্রী বলেন দুই ভাই হত্যার জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে

৭ দাবিতে কুবি’র তিন দপ্তরে শিক্ষক সমিতির তালা

ইসরায়েল থেকে বিনিয়োগ প্রত্যাহারের দাবিতে মার্কিন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন

নেতানিয়াহুর পদত্যাগ চান ন্যান্সি পেলোসি

শরীয়তপুরের জাজিরায় হাতবোমার বিস্ফোরণে আহত:৪

গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলের ভেতর গভীরতম হামলা হিজবুল্লাহর

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ