অ্যাপেনডিক্সের লক্ষণ কি ?

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০১৮ ০৪:৪৩:১১

অ্যাপেনডিক্সের লক্ষণ কি ?

নানা শারীরিক জটিলতা থেকে পেটে ব্যথা কমবেশি অনেকেরই হয়। কিন্তু এই ধরনের পেটে ব্যথা অ্যাপেনডিক্সের লক্ষণ কিনা অনেকেই বোঝে না। যদিও বৃহদন্ত্রের সঙ্গে লাগানো এই ছোট থলির আলাদা করে কোনো কাজ নেই। কিন্তু অ্যাপেডিক্সের সমস্যা হলে সঠিক চিকিৎসা না নিলে বড় ধরনের ক্ষতি হতে পারে।

 গ্যাস্ট্রিকের সমস্যা আর অ্যাপেনডিসাইটিসের ব্যথার উৎপত্তিস্থল ও ধরন কিন্তু একেবারেই আলাদা। কিন্তু অনেকেই তা বুঝতে পারেনা। কী কী লক্ষণ দেখলে বুঝবেন এটি অ্যাপেনডিসাইটিসের ব্যথা জেনে নিন।

অ্যাপেনডিক্স কোনো কারণে সংক্রমণ হলে তলপেট ফুলে ওঠে, সঙ্গে প্রচণ্ড ব্যথা হয় ও ব্যথা বাড়তে থাকে। অ্যাপেনডিক্স তলপেটের ডান দিকে থাকে। তাই এই ব্যথা সাধারণত, নাভির কাছ থেকে শুরু হয়ে তলপেটের ডান দিকে ছড়াতে থাকে।

সংক্রমণ শুরুর দিকে অল্প ব্যথা থাকলেও সঙ্গে বমি হয়। সারা ক্ষণই বমিভাব থাকে। জিভে কোনো স্বাদই ভাল লাগে না, তাই খাদ্যে অরুচি দেখা দেয়।

কোনো কোনো রোগীর ক্ষেত্রে এই সংক্রমণের শুরুতে ডায়রিয়া দেখা যায়। আবার কারো ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্যও হতে পারে।তলপেটের ডান দিকে ব্যথার সঙ্গে হালকা জ্বর হওয়াও এই রোগের অন্যতম লক্ষণ।

প্রজন্মনিউজ২৪/সোহেল সানি

 

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ