৮ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে তৌকির অাহমেদের ‘ফাগুন হাওয়া’

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০১৮ ০৩:০২:০৭

৮ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে তৌকির অাহমেদের ‘ফাগুন হাওয়া’

‘হালদা’ খ্যাত পরিচালক তৌকীর আহমেদের নতুন ছবি ‘ফাগুন হাওয়া’। ছবিটি মুক্তি পাচ্ছে আসছে ৮ ফেব্রুয়ারি। রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে গতকাল শুক্রবার রাতে আনুষ্ঠানিকভাবে ছবিটির প্রথম পোস্টার প্রকাশ  করে এর মুক্তির তারিখ ঘোষণা দেন পরিচালক তৌকীর আহমেদ।

তৌকীর বলেন, ‘খুলনার বিভিন্ন লোকেশনে  আমরা ছবিটির শুটিং করেছি। পঞ্চশের দশকের চিত্র পর্দায় ফুটিয়ে তোলা চ্যালেঞ্জিং ছিল। আশা করছি, দর্শক ছবিটি পছন্দ করবেন।’

ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে ছবিটি নির্মাণ করেছেন তৌকীর আহমেদ। টিটো রহমানের ছোটগল্প ‘বউ কথা কও’ অবলম্বনে ছবিটির চিত্রনাট্য করেছেন তৌকীর আহমেদ নিজেই। ছবিটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা ও সিয়াম আহমেদ। এতে বলিউডের অভিনেতা যশপাল শর্মাও  গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, সাজু খাদেম, রওনক হাসান, শহীদুল আলম সাচ্চু, আবুল হায়াত প্রমুখ।

ছবিটি নিয়ে বেশ আশাবাদী অভিনেতা সিয়াম আহমেদ। তিনি বলেন, ‘তিশা আপুর সঙ্গে এটাই আমার অভিনীত ছবি। এ ছাড়া এখানে অনেক খ্যাতিমান শিল্পী অভিনয় করেছেন। তাঁদের সঙ্গে কাজের অভিজ্ঞতা রোমাঞ্চকর ছিল।’

অভিনয়ের পাশাপাশি পরিচালনা করেও তৌকীর আহমেদ প্রশংসিত হয়েছেন। তাঁর পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো  ‘দারুচিনি দ্বীপ’, ‘জয়যাত্রা’  ও ‘অজ্ঞাতনামা’।

প্রজন্মনিউজ২৪/নিরব

এ সম্পর্কিত খবর

তীব্র গরমে ঢাকার বাতাসের কী খবর

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাঁচবে হাজারও কোটি টাকার সম্পদ

চলতি বছর পবিত্র হজ্জ পালনের অনুমতি দেওয়া শুরু করেছে সৌদি আরব

ইসরায়েল থেকে বিনিয়োগ প্রত্যাহারের দাবিতে মার্কিন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন

রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ

বশেমুরবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে কৃষকের জনজীবন

যুদ্ধকে ‘না’ বলুন, সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করুন: প্রধানমন্ত্রী

টেকনাফে ১০ কৃষক অপহরণের ঘটনায় আসামি দেলু ডাকাত আটক।

পঞ্চগড়ে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায়

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ