এমবাপে পিএসজির আক্রমণাত্মক নেতা: ফ্রান্স কোচ দেশম

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০১৮ ০৪:৫৩:০২

এমবাপে পিএসজির আক্রমণাত্মক নেতা: ফ্রান্স কোচ দেশম

মৌসুমে এখন পর্যন্ত পিএসজির হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলে ১২ ম্যাচে ১৩ গোল করার পাশাপাশি সতীর্থদের ছয়টি গোলে অবদান রেখেছেন গতি বালক কিলিয়ান এমবাপে। অতএব এমনিতেই বলা চলে চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।এতে প্রশাংসাও কুড়িয়েছেন  ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমের থেকে।

এরই মধ্যে দুটি লিগ ওয়ান ও একটি বিশ্বকাপ জয়ী এমবাপের এমন অর্জনে মুগ্ধ ফ্রান্স কোচ দেশম। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ১৯ বছর বয়সী এই খেলোয়াড়ের প্রশংসা করেন তিনি। “কিলিয়ান অসাধারণ সব কাজ করতে পারে। তার পরিসংখ্যানের দিকে তাকান। সে দক্ষ। জাতীয় দলের ও ক্লাবের হয়ে সে যেসব গোলগুলি করেছে, সেগুলি দেখুন! সে সতীর্থদের গোলে অবদানও রেখেছে।”

“সে একজন তরুণ খেলোয়াড় যে এই মুহূর্তে খুব ভালো করছে। পিএসজির জন্য সে একজন আক্রমণাত্মক নেতা, আমাদের জন্যও তাই।”“অবশ্যই, সে এখনও উন্নতি করতে পারে। আর সেটা হবে চমৎকার। কিন্তু এখনই সে খুব কার্যকর।”

১৬ নভেম্বর উয়েফা নেশন্স লিগে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ফ্রান্স। চারদিন পর আন্তর্জাতিক এক প্রীতি ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ উরুগুয়ে।

প্রজন্মনিউজ২৪/নিরব

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ